কলকাতা, 7 নভেম্বর: আগামিকাল অর্থাৎ 8 নভেম্বর গুরুনানক জয়ন্তী। ছুটির দিন উপলক্ষ্যে আগামিকাল অন্যান্য দিনের তুলনায় কম রেল চালাবে কলকাতা মেট্রো (Kolkata Metro Rail Service)। পরিষেবা কম হলেও সকাল থেকে শুরু হয়ে যাবে মেট্রো রেল চলাচল (metro rail service will be reduce on Guru Nanak Jayanti) ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামিকাল গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে নর্থ-সাউথ করিডোরে সারাদিনে 234টি মেট্রো রেল চলবে ৷ যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো পরিষেবা। এদিন প্রথম মেট্রো চলবে সকাল 6 টা 50 মিনিটে। যেটি কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণশ্বর পর্যন্ত যাবে ৷ দমদম থেকে কবি সুভাষের জন্য দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে ওই একই সময়ে। দমদম থেকে দক্ষিণেশ্বরের জন্য দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায়।