কলকাতা, 24 নভেম্বর:প্রায় 12 বছর বিভিন্ন কারণে দীর্ঘায়িত হয়েছে হয়েছে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত পার্পেল লাইনে মেট্রোর কাজ। অবশেষে মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে) এর অনুমতি পত্র। তবে আপাতত এই অংশে মেট্রো চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত। সবমিলিয়ে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত পার্পেল লাইন। এবার এসে পৌঁছল কোচও। জানা গিয়েছে আগামী মাসেই শুরু হতে পারে যাত্রী পরিষেবা (Metro authority is planning to start service from next month)।
জোকা-তারাতলা মেট্রোর জন্য এসেছে মেধা সিরিজের শীততাপ নিয়ন্ত্রিত রেক। কোচগুলো আলাদা আলাদা করে এসেছে। এবার এই সবকটি কোচকে একটির সঙ্গে আরেকটিকে যুক্ত করা হবে। এই কোচগুলো নোয়াপাড়া কারসেড থেকে জোকা ডিপোতে নিয়ে আসা হয়েছে। জোকা ডিপোতেই যুক্ত করার কাজ হবে। আপাতত দুটি অত্যাধুনিক শীততাপ রেক পরিষেবার জন্য নামানো হবে। আগামী বেশ কিছুদিন চলবে যুক্ত করার এই কাজ। এরপর শুরু হবে ট্রায়াল রান । স্পিড ট্রায়াল করেও দেখা হবে।
আরও পড়ুন: প্রায় 10ঘন্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য, পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বিশ্বভারতী