পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Service: সপ্তমীর আগেই সাড়ে সাত লক্ষ পেরোল মেট্রোর যাত্রীসংখ্যা, আয় এক কোটিরও বেশি - Kolkata Metro Service

আর্থিকভাবে ঘুরে দাঁড়ালো কলকাতা মেট্রো রেলওয়ে । ষষ্ঠীর দিনে রেকর্ড সংখ্যক ভিড় হল মেট্রোয় (Kolkata Metro Service) ।

Metro Service
এক কোটিরও বেশি আয়ে হল কলকাতা মেট্রোর

By

Published : Oct 2, 2022, 7:28 PM IST

কলকাতা, 2 অক্টোবর: এক কোটিরও বেশি আয় হল কলকাতা মেট্রোর (Kolkata Metro Service) । পাশাপাশি সাড়ে সাত লক্ষ ভিড় ছাড়াল কলকাতা মেট্রোর নর্থ সাউথ শাখা। এক টানা আয়ের মুখ না-দেখা আর্থিকভাবে ঘুরে দাঁড়াল মেট্রো রেল ।

কলকাতা মেট্রো রেলের তরফে পাওয়া তথ্য অনুসারে গত বুধবার অর্থাৎ তৃতীয়া থেকেই যাত্রী ভিড় বেড়েছে । তৃতীয়ায় সারাদিনে সাড়ে ছয় লক্ষ যাত্রী হয় । আজ মেট্রো কর্তৃপক্ষের তরফে যেমনটা জানানো হয়েছে যে ষষ্ঠীর দিনে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল মেট্রোয় । সারাদিনে সাড়ে সাত লক্ষ মানুষ যাতায়াত করেছেন মেট্রোয় । নর্থ-সাউথ শাখায় সারাদিনে চলেছে 288টি ট্রেন ।

আরও পড়ুন:পুজোর শহরে বেড়েছে যান নিয়ন্ত্রণের সময়, বড় ক্ষতির আশংকা ব্যবসায়ীদের

প্রায় 2 বছর পর আবারও মেট্রোর নর্থ সাউথ শাখা যাত্রী সংখ্যা ছুঁয়েছে সাড়ে সাত লক্ষ । ওইদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত সারাদিনে যাত্রী ভিড় ছিল 7,53,390 । টোকেন স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড রিচার্জে আয় হয়েছে 1,28,97,330 টাকা ।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল দমদম মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হয়েছে । ওই স্টেশনে যাত্রী সংখ্যা ছিল 87,264 জন । কালীঘাট স্টেশনে যাত্রী সংখ্যা ছিল 60,988। পাশাপাশি এসপ্ল্যানেডে যাত্রী সংখ্যা সারাদিনে ছুঁয়েছে 45,301 এবং তারপর রবীন্দ্র সদন মেট্রো স্টেশন ভিড়ের তালিকায় ছিল তৃতীয় স্থানে । রবীন্দ্র সদনে সারাদিনের যাত্রী সংখ্যা ছিল 37,014 ৷

আরও পড়ুন:মেট্রোয় ভিড় সামাল দিতে বাড়ানো হল পরিষেবা

করোনাকালে দীর্ঘ সময় বন্ধ ছিল যান চলাচল । বন্ধ ছিল মেট্রো পরিষেবাও । তবে তারপর সংক্রমণ মোকাবেলায় ভ্যাকসিন এসেছে বিশ্বজুড়ে জন জীবন ফিরেছে স্বাভাবিক ছন্দে । আবারও মেট্রো চালু হয়েছে এবং ধাপে ধাপে বাড়ানো হয়েছে পরিষেবার সংখ্যা । স্বাভাবিকভাবে দীর্ঘ সময়ের পর আবারও ঘুরে দাঁড়াল কলকাতা মেট্রো ।

ABOUT THE AUTHOR

...view details