কলকাতা, 22 ডিসেম্বর: শান্তিপূর্ণভাবেই কেটেছে কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) ভোটপর্ব ৷ মোট ভোট পড়েছে 788টি । আজকের মেডিক্যাল কলেজের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার । প্রার্থী ছিলেন 31। ভোটগণনা শুরু হয়েছিল সাড়ে তিনটে থেকে (Kolkata Medical College Student Election Result) । এরপর প্রকাশিত হল ভোটের ফলাফল ৷ 4টি বর্ষের পড়ুয়ারা বেছে নিলেন তাঁদের 21 জনকে।
বহু প্রতিক্ষার পর অবশেষে প্রকাশিত হল এই মেডিক্যাল কলেজের ভোটের ফল। কর্তৃপক্ষের নির্দেশ না-থাকা সত্ত্বেও পড়ুয়ারা নিজেরা ভোট করিয়েছেন। ভোট পর্ব তদারকি করেছেন চার বিশিষ্ট ব্যক্তি। সকাল 10.15 থেকে শুরু হয়েছিল এই ভোটদান পর্ব ৷ ভোট গণনায় বলা হয়েছিল 4টি বর্ষ থেকে পাঁচজন করে মনোনীত হয়ে 20 জন মোট জয়ী প্রার্থী হবেন। তবে প্রথমবর্ষের পঞ্চম স্থানে 2 জন সমান ভোট পেয়েছেন। যার ফলে জয়ী প্রার্থীর সংখ্যা 21। কলেজ কর্তৃপক্ষ ও সরকারের বিপক্ষে গিয়ে পড়ুয়াদের এই জয়ের উল্লাস দেখা মিলল ভোট গণনার পরে। আবির খেলে মিষ্টি খাইয়ে এই জয়ের উল্লাসে মজলেন তাঁরা। এরপর পুরো কলেজে বিজয় মিছিল করলেন পড়ুয়ারা।