কলকাতা, 30 সেপ্টেম্বর : COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের খাবারের খরচ হিসাবে বিল এল প্রায় দেড় কোটি টাকা । যার জেরে, এবার এই খরচের ক্ষেত্রে লাগাম টানল হাসপাতাল কর্তৃপক্ষ । এর ফলে, একদিকে যেমন ওই খাবারের দাম কমানো হল । অন্যদিকে, যাঁদের লাঞ্চ এবং ডিনার হিসাবে ওই খাবার দেওয়া হবে, তাঁদের সংখ্যাও কমিয়ে আনা হল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এমনই পদক্ষেপ নিতে চলেছে ।
7 মে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে COVID হাসপাতালের পরিষেবা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সময় থেকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত চারশো জনকে রেখে দেওয়া হচ্ছিল । তাঁদের থাকার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলের পাশাপাশি বিভিন্ন হোটেলেও ব্যবস্থা করা হয়েছিল । এ ভাবে প্রায় দু' মাস চলেছিল । ওই সময় এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ এবং ডিনারের জন্য দুই বেলা খাবারের প্যাকেট দেওয়া হত । প্রতিটি প্যাকেটের জন্য খরচ হত 220 টাকা । এর জন্য খাবারের খরচ হিসাবে প্রায় দেড় কোটি টাকার বিল এসেছে । খাবার সরবরাহের জন্য বেসরকারি একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় ।