কলকাতা, 8 অগস্ট: চলতি বছরে জুলাই ও এই মাসে পর পর নোটিশ দেওয়ার পরেও হুঁশ ফেরেনি কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার । উলটোডাঙ্গা মুচিবাজারে সংস্থার জমি যেন মৃত্যুপুরী । জঙ্গল আগাছায় ভরতি ৷ যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা গাড়ি থেকে টায়ার । জল জমে হয়েছে মশার লার্ভা । ভিতরে ঝাঁকে ঝাঁকে মশা । তবু কোনও হেলদল নেই । আর এই পরিস্থিতি খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে দেখে রীতিমত চক্ষু চড়কগাছ তাঁর । কেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাকে বারে বারে বলেও নিজের জায়গা পরিষ্কার করছে না, প্রশ্ন তুললেন তিনি । পাশাপাশি হুঁশিয়ারি দিলেন, নোটিশে কাজ না হলে আদালতে যেতে বাধ্য হবে কলকাতা পৌরনিগম ।
তিনি বলেন, "এখানে আইনত আমাদের ঢোকার অধিকার নেই । কোল ইন্ডিয়া নিজের জায়গা পরিষ্কার রাখতে পারছে না । ভাঙা গাড়ি, পরিত্যক্ত টায়ার পরে রয়েছে । কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কার ? শুধু কলকাতা কর্পোরেশনের । কিছু হয়ে গেলেই কর্পোরেশন আর রাজ্য সরকারের বিরুদ্ধে হইহই ।" কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলি যারা সাহায্য করছে ৷ ডেঙ্গি মশা উৎপাদন করছে, তাদের কী হবে? এই প্রশ্ন তুলে ফিরহাদ বিজেপিকে একহাত নেন ।
জানা গিয়েছে, দ্বিতীয় নোটিশে 7 দিন সময় দেওয়া হয়েছে । তারপরেই কলকাতা মিউনিসিপ্যাল কোর্টের দ্বারস্থ হবে পৌরনিগম । পাশের বিএসএনএল একটি জমির অবস্থাও একই রকম । সেখানে সকাল থেকে কলকাতা পৌরনিগম কয়েক গাড়ি বোঝাই করা আবর্জনা বের করেছে । এ দিন পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন কলকাতার মেয়র ।