কলকাতা, 31 মার্চ: রামনবমীর মিছিলকে ঘিরে হাওড়ার সন্ধ্যাবাজার এলাকাতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তা রাজনৈতিক উস্কানির জেরে তৈরি হয় বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জবাবে ফিরহাদ হাকিম বললেন, ‘‘কিছু দুষ্কৃতীর কাজ৷ যারা রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে ।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় গোলমাল ছড়ায় ৷ রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুরের সন্ধ্যাবাজার এলাকা ৷ শুক্রবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 36 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷ তৃণমূল কংগ্রেসের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলে বিজেপির অভিযোগ ৷ তৃণমূলের তরফেও পালটা বিজেপিকে কাঠগড়ায় তোলা হয়েছে ৷
এই নিয়ে কলকাতার মেয়র বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিছুই হয়নি । কিছু ক্রিমিনাল বদমাইশি করতেই পারে ৷ ধর্মীয় মিছিলে কেউ নোংরামি করবে আমি বিশ্বাস করি না । এখানেও পুজো হয় । সব জায়গাতেই কিছু ক্রিমিনাল ঢুকে পড়ে, যারা রাজনীতিকে নোংরামিতে পরিণত করা কিছু মানুষের দ্বারা মদতপুষ্ট । আমি আজও সবাইকে বলব, ধর্ম যার যার উৎসব সবার । ধর্মীয় মিছিলে ক্রিমিনালরা যাতে ঢুকতে না পারে সর্তক থাকতে হবে । ধর্ম কখনও বিভেদ শেখায় না ।’’