কলকাতা, 18 ডিসেম্বর: কলকাতা তুমি নতুন জোশে দৌড়ও । তিন বছর পরে নতুন উদ্যমে শুরু হওয়া কলকাতা ম্যারাথনের এটাই নতুন স্লোগান । পৌষ মাসের ঠাণ্ডার প্রথম স্পেল শুরু হয়েছে রবিবার (Kolkata Marathon) । সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে ছিল, যা স্বাভাবিক । হালকা কুয়াশায় ঢাকা নগর কলকাতার রাজপথে হাজার পনেরো মানুষ নামলেন দৌড়ের আনন্দ নিতে । সাত বছর ধরে 25 কিলোমিটার লম্বা কলকাতার পথ এখন ম্যারাথন দৌড়ের নতুন ডেস্টিনেশন । কেনিয়া, উগাণ্ডা ও ইথিওপিয়ার বিখ্যাত ম্যারাথনাররা এখানে আসেন, অংশ নেন এবং নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ।
রবিবাসরীয় সকালে কেনিয়ার লিওনার্দো বার্সটন নতুন কোর্স রেকর্ড করে সোনা জিতলেন । তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা বারো মিনিট উনপঞ্চাশ সেকেণ্ড । দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ইথিওপিয়ার বিরহানু লেগেসে (1 ঘণ্টা 12 মিনিট 54 সেকেণ্ড) ও উগাণ্ডার ভিক্টর কিপলাঙ্গাট (1 ঘণ্টা 12 মিনিট 56 সেকেণ্ড) । মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাহারিনের দেসি জিসা । নতুন কোর্স রেকর্ড করে সোনা জিতলেন তিনি । দেসি জিসা 25 কিলোমিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন 1 ঘণ্টা 21 মিনিট 4 সেকেণ্ড । দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার জেনেইবা ইমের (1 ঘণ্টা 21 মিনিট 18 সেকেণ্ড) ও উগাণ্ডার মার্সেলিন চেলাঙ্গাট (1 ঘণ্টা 21 মিনিট 31 সেকেণ্ড)।