কলকাতা, 9 জুন: স্বস্তির বৃষ্টিতেও বিষাদের ছোঁয়া ৷ শুক্রবার খাস কলকাতায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ এদিন বিকেলে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানার অন্তর্গত ধাপা এলাকায়। বাজ পড়ার কারণে রাস্তা দিয়ে যাওয়া দুই মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ যার মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। মৃতার নাম কাজলা নস্কর। এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, 45 বছরের কাজলা দেবী দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা। আহত মহিলা কলকাতা লেদার কমপ্লেক্স থানার তারদহের বাসিন্দা। ইতিমধ্যেই লেদার কমপ্লেক্স থানা ও দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ঘটনায় আহত মহিলার নাম পলানি মণ্ডল (24)। প্রগতি ময়দান থানা সূত্রের খবর, এদিন বিকেলে যখন বৃষ্টি নামে সেই সময়ে পরপর বাজ পড়তে থাকে। তখনই এলাকার বাসিন্দারা থানায় ফোন করে এই ঘটনার খবর দেন। জানা গিয়েছে ধাপা এলাকায় কাগজ কুড়ানির কাজ করছিলেন ওই মহিলারা। ইতিমধ্যেই পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।