পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

kolkata Pollution: মহানগরের দূষণ কমাতে বিশেষজ্ঞ কমিটি থাকলেও দু'বছরেও জমা পড়েনি রিপোর্ট

বায়ুদূষণের তালিকায় তবে প্রথম পাঁচে কলকাতা । দূষণ কমাতে একাধিক বৈঠক থেকে শুরু করে বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছ । যদিও ফলপ্রসূ হয়নি কিছুই । কমিটি গঠনের দু‘বছর পরেও তৈরি হয়নি রিপোর্ট (kolkata is the 5th most polluted city) ।

kolkata Is the 5th Most Polluted City
দূষণ কমাতে বিশেষজ্ঞ কমিটি

By

Published : Feb 13, 2022, 3:16 PM IST

কলকাতা, 13 ফব্রুয়ারি: বিষাক্ত কলো ধোঁয়ায় ঢেকেছে শহর । বায়ুদূষণের জেরে আজ বিশুদ্ধ বাতাসের বড়ই অভাব । প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকছে বিষাক্ত বাতাস । দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতা বায়ুদূষণের (kolkata Pollution) তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে । শহরকে বাঁচাতে গঠন হয়েছে কমিটি । কার্যত খাতা কলমে থেকে গিয়েছে সেই পদক্ষেপ।

শহরজুড়ে বেশ কিছু জায়গায় ট্যানারি আছে ৷ শহরের রাস্তায় প্রতিদিন বহু এমন গাড়ি চলে যার ধোঁয়ায় দূষিত হয় বাতাস । যথেচ্ছভাবে বেআইনি নির্মাণ বেড়ে যাওয়ায় বাতাসে দূষণের মাত্রাও বেলাগাম । শহর বাঁচাতে মেয়র ফিরহাদ হাকিম একাধিক পদক্ষেপ করলেও তার বাস্তবায়ন অধিকাংশ ক্ষেত্রেই চোখে পড়ে না । ফলে বায়ুদূষণ কমার থেকে তা বেড়ে গিয়েছে ।

আরও পড়ুন:MP tunnel accident : মধ্যপ্রদেশের স্লিমানাবাদে নির্মীয়মান খাল ভেঙে নিখোঁজ 4

শহরের বায়ুদূষণ কমাতে প্রকাশ্যে জঞ্জাল-আবর্জনায় আগুন জ্বালানো, ফুটপাথে উনুন জ্বালিয়ে রান্না করা-সহ একাধিক বিধিনিষেধ জারি করেছে পৌর প্রশাসন । তবে বিধিনিষেধ জারি হলেও আদতে তা পালন হচ্ছে কিনা তা নিয়ে কোনও নজরদারি নেই । তাতেই তিলোত্তমার বায়ুদূষণের মাত্রা ভয়নক রূপ নিয়েছে। দূষণ কমাতে মেয়র ফিরহাদ হাকিম নিজেই ঘোষণা করেছিলেন কাউন্সিলররা নিজের এলাকায় বায়ুদূষণ (kolkata Pollution) রোধে যে যত ভাল কাজ করবেন সেই অনুযায়ী দেওয়া হবে পুরস্কার।

বায়ুদূষণের মাত্রা কীভাবে কমানো যায় এই নিয়ে পরিবেশবিদ-সহ একাধিক বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছিল । এই কমিটি দু‘টি রিপোর্ট জমা দেবে পৌরকর্তৃপক্ষকে। যার মধ্যে একটি স্বল্পমেয়াদী ৷ আরেকটি দীর্ঘমেয়াদী রিপোর্ট । কিন্তু কিন্তু প্রায় দু' বছরেও পুরকর্তৃপক্ষের কাছে জমা পড়ল না এই রিপোর্ট । এমনটাই খবর কলকাতা পুরসভা সূত্রে । এক আধিকারিকের কথায়, কমিটি প্রাথমিকভাবে কয়েকটি মিটিং করলেও করোনার জেরে সমস্ত বন্ধ ছিল ।

আরও পড়ুন:West Bengal Weather Update : নো ঝঞ্ঝা, হালকা শীতের হাত ধরে বঙ্গে ঘটবে বসন্তের আগমন

বায়ুদূষণ প্রসঙ্গে কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, "দেশের অন্যান্য মেট্রোপলিটান শহরগুলির তুলনায় কলকাতার বাতাসের গুণমান অনেক ভাল । শহরের সব জায়গায় বাতাস দূষণের মাত্রা সমান নয় । সব জায়গায় দূষণের কারণ এক নয় (kolkata Pollution)। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে কমিটি গঠন করেছি, তার রিপোর্ট দ্রুত জমা পড়বে। আমরা চেষ্টা করছি সঠিক পদক্ষেপ নিয়ে যাতে মহানগরের বাতাস বিষমুক্ত করা যায় । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details