পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে লন্ডভন্ড কলকাতা, ছন্দে ফেরাতে নেমে "দিশেহারা" পৌরনিগম - কলকাতায় আমফান পরিস্থিতি সামাল দিতে হিমসিম কলকাতা পৌরনিগম

আজ দিনের আলো ফুটতে পরিষ্কার হয়েছে কলকাতার চিত্রটা । সমগ্র শহর লন্ডভন্ড হয়ে গেছে ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম

By

Published : May 21, 2020, 1:35 PM IST

কলকাতা, 21 মে : আমফান আছড়ে পড়ার টের গতকালই পেয়েছিলেন কলকাতাবাসী । কিন্তু তার ভয়াবহতা সম্পূর্ণভাবে বুঝতে পারেননি কেউ । আজ দিনের আলো ফুটতেই পরিষ্কার হয় চিত্রটা । সমগ্র শহর যেন লন্ডভন্ড হয়ে গেছে । কলকাতায় কত গাছ ভেঙে পড়েছে তার এখনও কোনও হিসেব নেই । তবে, অনুমান, সংখ্যাটা কয়েকশো । বিভিন্ন এলাকা পরিষ্কারের কাজ শুরু করেছে কলকাতা পুলিশ ও পৌরনিগম । কিন্তু, কখন আর কীভাবে এই কাজ শেষ হবে সেবিষয়ে কার্যত দিশেহারা তারা ।

উত্তরে সিঁথির মোড় থেকে দক্ষিণের গড়িয়া, পূর্বের বেলেঘাটা থেকে পশ্চিমের গার্ডেনরিচ , এমন কোনও রাস্তা নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি । কোথাও গাছ ভেঙে পড়েছে । কোথাও বিদ্যুতের খুঁটি । কোথাও আবার বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রয়েছে ।

রাস্তা পড়ে গাছ, বিদ্যুতের খুঁটি

কিছু জায়গা এখনও জলমগ্ন । সবথেকে বেশি জলমগ্ন আমহার্ট স্ট্রিট ও সুকিয়া স্ট্রিট । কোনও কোনও জায়গায় তো এক কোমর পর্যন্ত জল । এই জমা জল বের করতে পাম্পিং স্টেশনগুলিতে জোর দেওয়া হবে নাকি অবরুদ্ধ রাস্তা থেকে গাছ সরানো হবে , সেবিষয়ে সিদ্ধান্ত নিতে একপ্রকার দিশেহারা কলকাতা পৌরনিগম । অন্যদিকে গার্ডেনরিচের ভটটিকাল লেন-সহ কলকাতার বেশ কয়েক জায়গায় পুরানো বাড়ি ভেঙে পড়েছে । মোট কতগুলি বাড়ি ভেঙেছে সেবিষয়ে এখনও কোনও সঠিক তথ্য সরকারিভাবে পাওয়া যায়নি ।

আমফানের জেরে এখনও পর্যন্ত কলকাতায় তিনজনের মৃত্যু হয়েছে । যার মধ্যে রিজেন্ট পার্কে ইস্ট ইন্ডিয়া কম্পানির পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের । বেহালার পর্ণশ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের । আর অসমর্থিত সূত্রে খবর, তালতলা থানা এলাকাতেও এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে ।

ABOUT THE AUTHOR

...view details