পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ার ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের প্রধান বিচারপতির - chief secretary

ডিস্ট্রিক্ট জজ ও মুখ্য সচিবের কাছে হাওড়ার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন । মঙ্গলবারের(23 এপ্রিল) মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

ফাইল ফোটো

By

Published : Apr 25, 2019, 12:28 PM IST

Updated : Apr 25, 2019, 12:43 PM IST

কলকাতা, 25 এপ্রিল : হাওড়ার ঘটনায় ডিস্ট্রিক্ট জজ ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন । মঙ্গলবারের (23 এপ্রিল) মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । রিপোর্ট যুক্তিসঙ্গত না হলে স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি । অন্যদিকে, আজ হাইকোর্টে কর্মবিরতি পালন করবে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন ।

গতকাল গাড়ি পার্ক করা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া পৌরনিগম চত্বর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । উকিলদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । এদিকে, উকিলদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে আজ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বক্তব্য

আজ হাইকোর্ট খুলতেই প্রধান বিচারপতির কাছে গোটা বিষয়টি জানান উকিলরা। প্রধান বিচারপতি জানান, তিনি সবটাই শুনেছেন । সেই সঙ্গে এও জানান যে কালকের ঘটনা নিয়ে ডিস্ট্রিক্ট জজ ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ।

আরও পড়ুন :হাওড়ার ঘটনার প্রতিবাদ, বিভিন্ন আদালতে কাল কর্মবিরতি

Last Updated : Apr 25, 2019, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details