কলকাতা, 5 মার্চ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র কামিল সিডসিনস্কি পোল্যান্ডের নাগরিক । গতবছর ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে কলকাতার ফরেনার রিজ়িওনাল রেজিস্ট্রেশন অফিস তাঁকে ডেকে পাঠানো হয়। ২২ ফেব্রুয়ারি তিনি অফিসে গিয়ে দেখা করেন । 15 দিনের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় । সেই নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামিল ।
দু'দিন শুনানি চলে আদালতে । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আবেদন শোনার পর কামিলের দেশ ছাড়ার নির্দেশে স্থগিতাদেশ দেন । কামিলকে দেশ ছাড়ার নির্দেশের উপর 18 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানান তিনি । ওইদিন বিচারপতি এই মামলার রায় ঘোষণা করবেন ।
গতকাল মামলার শুনানিতে কামিলের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, "কামিল এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছেন । তারপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন । অত্যন্ত মেধাবী ছাত্র । 19 ডিসেম্বর ধর্মতলায় CAA বিরোধী একটি মিছিলে তিনি ছবি তুলছিলেন । পাশাপাশি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও তিনি ওই সময় কথা বলেন । তার মানে এই নয় যে তিনি CAA বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছিলেন । ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী আইনের চোখে সবাই সমান ।