কলকাতা, 17 মার্চ : পাশ করেছিলেন কর্নাটক বিশ্ববিদ্যালয় থেকে । এটাই বাধা হয়ে দাড়াল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ নার্স নিয়োগের পরীক্ষায় আবেদনের পথে । রাজ্য সরকার কয়েক হাজার স্টাফ নার্স নিয়োগ করবে বলে কিছুদিন আগেই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে । এই পরীক্ষায় বসার জন্য 23 মার্চের মধ্যে আবেদন করতে হবে । ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনের জন্য তিনজন প্রার্থী বুলটি পাল, মৌসুমী বালা ও সুস্মিতা মাইতি 2018 সালে আবেদন জানিয়েছিলেন ৷
হাইকোর্টের নির্দেশে মিলছে নার্স-নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি - Kolkata High Court
কর্নাটক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করায় সমস্যার মুখে পড়তে হয় নার্স নিয়োগের পরীক্ষায় বসতে চাওয়া তিনজন প্রার্থীকে ৷ পরীক্ষায় বসার আবেদন রাজ্যের তরফে নাকচ করে দেওয়া হয় ৷ আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে, একদিনের মধ্যে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷
রাজ্যের তরফে তাঁদের সেই আবেদন নাকচ করে দেওয়া হয় । কারণ হিসেবে বলা হয়, আইন অনুযায়ী নার্সিং কোর্সের প্রতিটি বিষয়ে 50 শতাংশ নম্বর থাকা চাই । এই প্রার্থীদের দুটো বিষয়ে 48 শতাংশ করে নম্বর রয়েছে । কিন্তু সব বিষয়ে গড় নম্বর 70 শতাংশের বেশি ।
এরপর এই তিন প্রার্থী ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে আবেদন জানান । তাতে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নির্দেশ দেয়, যেন এদের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় । কারণ এরকম একাধিক প্রার্থী হাইকোর্টে মামলা করার পর তাঁরা রেজিস্ট্রেশন পেয়েছেন । কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এরপরও এদের বিষয়টি খতিয়ে দেখেনি । বাধ্য হয়ে তাঁরা আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জরুরি ভিত্তিতে এই তিন প্রার্থীর বক্তব্য শোনেন । শোনার পর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন 24 ঘণ্টার মধ্যে এই তিন প্রার্থীর প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে দিতে হবে । যাতে 23 মার্চের মধ্যে তাঁরা রাজ্যের স্টাফ নার্স নিয়োগের পরীক্ষায় আবেদন করতে পারেন ।