কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল । এবার সরস্বতী পুজো উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের কর্মদিবসের ক্যালেন্ডার অনুযায়ী 29 ও 30 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি ছিল । তাতে যোগ হল আরও একদিন অর্থাৎ 31 জানুয়ারি (শুক্রবার) ।
আবেদন মঞ্জুর, সরস্বতী পুজো উপলক্ষে ৫ দিন ছুটি হাইকোর্টের আইনজীবীদের - saraswati puja 2020
আজ সকালে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে ছুটির আবেদন জানানো হয় । আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হোক । প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক ।
শনিবার হাইকোর্ট খোলা থাকলেও ক্লারিকাল কাজকর্ম হয়, কিন্তু মামলার শুনানি সাধারণত হয় না । একমাত্র বিশেষ বেঞ্চেই ওইদিন শুনানি হয় । অর্থাৎ সব মিলিয়ে টানা 5 দিন ছুটি পাচ্ছেন হাইকোর্টের আইনজীবীরা । আজ সকালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা অতিরিক্ত ছুটির আবেদন জানান । আবেদনে বলা হয় 31 জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হোক । প্রয়োজনে শনিবার আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখা হোক ।
প্রধান বিচারপতি এই আবেদনে সম্মতি দেন । বিকালে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, 31 জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা হাইকোর্ট ছুটি থাকবে । তবে সেক্ষেত্রে শনিবার কলকাতা হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক থাকবে কি না সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি । স্বাভাবিকভাবেই আইনজীবী মহলে খুশির হাওয়া । কার্যত টানা 5 দিন ছুটি পাওয়া যাবে এই ভেবে আনন্দিত আইনজীবীরা ।