পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টসহ রাজ্যের সমস্ত আদালতের কাজে গতি আনার নির্দেশ প্রধান বিচারপতির - হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়

8 সেপ্টেম্বর থেকে কলকাতা হাইকোর্টের তিনটি ডিভিশন বেঞ্চ ও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নিয়মিত মামলার শুনানি হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ও নতুন দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি হবে ।

কলকাতা
কলকাতা

By

Published : Sep 4, 2020, 4:09 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : আগামী 8 সেপ্টেম্বর থেকে হাইকোর্টসহ রাজ্যের সমস্ত নিম্ন আদালতের কাজকর্মে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ৷ জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় । কলকাতা হাইকোর্টের COVID-19 কমিটির সুপারিশে এই নির্দেশিকা বিচারপতির।

সামাজিক দূরত্ব-বিধি মেনে জেলা আদালতের বিচারকদের বিচার প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায় । তবে আদালত কক্ষে দুই পক্ষের উপস্থিতিতে শুনানি চলাকালীন যদি অতিরিক্ত ভিড় হয় সেক্ষেত্রে বিচারক প্রথমে আদালতকক্ষে যাতে ভিড় না করা হয় তার নির্দেশ দেবেন । তা সত্ত্বেও আদালতকক্ষে ভিড় জমলে শুনানি বন্ধ করে দিতে পারবেন বিচারক । সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে 2018 সালে দায়ের হওয়া যেসব মামলা বন্দীদের আবেদনের শুনানির জন্য প্রস্তুত রয়েছে সেগুলির আগে শুনানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । তবে মামলার শুনানি হবে দুই পক্ষের সম্মতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷ কোনও পক্ষ চাইলে হাইব্রিড হেয়ারিং অর্থাৎ এক পক্ষ যদি উপস্থিত থাকে তাহলে অন্য পক্ষ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবে ।

8 সেপ্টেম্বর থেকে কলকাতা হাইকোর্টের তিনটি ডিভিশন বেঞ্চ ও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নিয়মিত মামলার শুনানি হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ও নতুন দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি হবে । এর পাশাপাশি চারটি সিঙ্গল বেঞ্চেও মামলার শুনানি প্রক্রিয়া চলবে বলে আজ জানান রেজিস্ট্রার জেনেরাল । তবে সব বেঞ্চেই শুধুমাত্র জরুরি ভিত্তিতে মামলাগুলি আপাতত শুনানি করা হবে বলে প্রধান বিচারপতি নির্দেশে জানিয়েছেন । সমস্ত শুনানি প্রক্রিয়ায় হবে COVID-19 প্রোটোকল মেনে । এবং আদালত চত্বরে ও আদালতকক্ষে অকারণ ভিড় করা চলবে না বলেও নির্দেশে জানানো হয়েছে । প্রধান বিচারপতি ওই নির্দেশিকায় আরও জানিয়েছেন, লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের কাজকর্ম COVID-19 প্রোটোকল মেনেই স্বাভাবিক করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ।

মূলত, দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের তিনটি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চে নির্দিষ্ট ছুটির দিনগুলি বাদে মামলার শুনানি চলছে । তবে শুধুমাত্র অত্যন্ত জরুরি মামলাগুলি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে । ফলে আগামী 8 সেপ্টেম্বর থেকে বিচার প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details