পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবশেষে ফিজ়িকাল কোর্টে সম্মতি আইনজীবীদের - Kolkata High Court Physical hearing

হাইকোর্টের তরফে ফিজ়িকাল কোর্টে মত দেওয়ার পরেও রাজি ছিলেন না আইনজীবীরা । আদালত কক্ষে শুনানিতে আসতে চাননি তাঁরা । গতকাল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সম্মতি দেওয়া হয় ।

hc
hc

By

Published : Jul 4, 2020, 1:39 PM IST

কলকাতা, 3 জুলাই : অবশেষে ফিজ়িকাল কোর্টে সম্মতি দিলেন আইনজীবীরা । হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বেশিরভাগ সদস্যই 6 জুলাই থেকে ফিজ়িকাল কোর্টে উপস্থিত থাকবেন । অর্থাৎ দুই পক্ষের উপস্থিতিতে আদালত কক্ষেই মামলার শুনানিতে সম্মতি রয়েছে বলে গতকাল জানায় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ।

এর আগে 11 জুন থেকে আদালত কক্ষে দুই পক্ষের উপস্থিতিতে মামলার শুনানি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট । কিন্তু, হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন তাতে সম্মতি দেয়নি । আদালত কক্ষে উপস্থিত হয়ে শুনানির বিরোধিতা করে তারা । তাদের যুক্তি ছিল, COVID-19 সংক্রমণ বাড়ছে । তাই এই পরিস্থিতিতে আদালত কক্ষে শুনানি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে । বাধ্য হয়ে 17 জুন থেকে হাইকোর্টের তরফে জানানো হয়, সবরকমভাবেই শুনানিতে অংশ নিতে পারবেন আইনজীবীরা । কেউ চাইলে আদালত কক্ষে উপস্থিত থেকে মামলার শুনানি করতে পারবেন । আবার ভিডিয়ো কনফারেন্সে শুনানিতে অংশ নিতে পারবেন ।

আইনজীবীরা 3 জুলাই পর্যন্ত ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছিলেন । গত সন্ধ্যায় আইনজীবিদের বিভিন্ন সংগঠনের এক বৈঠক হয় । বেশিরভাগ আইনজীবী 6 জুলাই থেকে ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ করার পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন । অবশ্য বার লাইব্রেরির সম্পাদক প্রমিত রায় জানিয়েছেন , যদি কোনও পক্ষ অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কোনও মামলার রায় যেন স্থগিত রাখা হয় । আর আদালত ফিজ়িকাল, ভার্চুয়াল যে কোনওভাবেই মামলার শুনানি করতে পারে আমাদের কোনও আপত্তি নেই । ফলে, স্পষ্টতই 6 জুলাই থেকে সমস্ত আইনজীবীই আদালত কক্ষের শুনানিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ।

13 জুন কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিজ়িকাল কোর্টে হাজির হওয়া আইনজীবীদের পক্ষে সম্ভব নয় । সেই জন্যই ফিজ়িকাল এবং ভার্চুয়াল দুটোরই সুবিধা রাখা হচ্ছে । আপাতত তিনটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চে খুব গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি চলবে এই নিয়মে । রাজ্য সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বিধি পালন করেই আইনজীবীরা আদালত কক্ষের শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন । আইনজীবীদের ক্লার্ক ও অন্যান্য কর্মচারীরা আদালত কক্ষে প্রবেশ করতে পারবেন না । পাশাপাশি মামলা না থাকলে কোনও ব্যক্তি আদালত চত্বরে যেতে পারবেন না । এবং মামলার কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আদালত চত্বর ছাড়তে হবে তাঁকে । আপাতত হাইকোর্টের ক্যান্টিন পরিষেবা বন্ধ থাকবে । শুধুমাত্র হাইকোর্টের মূল বিল্ডিংয়ে আদালতের কাজকর্ম চলবে । সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো আপাতত আইনজীবীদের গাউন পরতে হবে না । কয়েকদিন পর পর এই পরিস্থিতি খতিয়ে দেখা হবে ।

সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি পালন করার ক্ষেত্রে কোথাও খামতি থাকছে মনে করলে প্রধান বিচারপতি অবিলম্বে আদালতের কাজকর্ম বন্ধ করে দিতে পারেন । ওই বিজ্ঞপ্তি মতোই চলবে আদালতের কাজকর্ম । তবে গতকাল বার অ্যাসোসিয়েশন ফিজ়িকাল কোর্টে সম্মতি জানানোর পর আদালত কী সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকেই লক্ষ্য প্রত্যেকের ।

ABOUT THE AUTHOR

...view details