পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের BJP সদস্যদের বিরুদ্ধে অনাস্থা মিটিংয়ে স্থগিতাদেশ - দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ

বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দেন, প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে । তারপর নোডাল অফিসার তা খতিয়ে দেখবেন । আপাতত , 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।

Kolkata Highcourt
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 4, 2020, 11:42 PM IST

কলকাতা , 4 ফেব্রুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের BJP সদস্যদের বিরুদ্ধে আনা অনাস্থা মিটিংয়ের উপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামীকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি জেলা পরিষদ ভবনে সভা করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন ডিভিশনাল কমিশনার । তারই স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । BJP র তিন সদস্য এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় । উভয়ের বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দেন , প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে । তারপর নোডাল অফিসার তা খতিয়ে দেখবেন । আপাতত , 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । ডিভিশনাল কমিশনার 2019 সালের 30 ডিসেম্বর তলবি সভা ডেকে ছিলেন । এবং খুব সহজেই ওই সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করে জয়লাভ করেছিল তৃণমূল । কিন্তু তারই বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন BJP র তিন সদস্য । কিন্তু এই প্রক্রিয়া নিয়মবহির্ভূত বলে বাতিল করে দিয়েছিলেন বিচারপতি । পরে 22 জানুয়ারি ডিভিশনাল কমিশনার অনাস্থার মিটিং সংক্রান্ত চিঠি দেন । সেখানে জানানো হয় 5 ফেব্রুয়ারি অনাস্থা সংক্রান্ত এই মিটিং হবে । এরই বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শংকর সরকার, চিন্তামণি বিহা ও মফিজউদ্দিন মিঞাঁ নামে তিন BJP সদস্য । তাঁদের বক্তব্য শোনার পর আগামীকাল রাখা মিটিংয়ের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অরিন্দম সিনহা ।

ABOUT THE AUTHOR

...view details