কলকাতা, 2 ডিসেম্বর: কলকাতা (Kolkata) শহরকে সাজানোর লক্ষ্যে পর্যটন দফতরের নতুন প্রয়াস ৷ বছরভর আলোকোজ্বল রাখা হবে শহরের হেরিটেজ ভবনগুলিকে (Kolkata Heritage Buildings) । সম্প্রতি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) একটি বৈঠক হয় এই বিষয়ে । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পর্যটন সচিব সৌমিত্র মোহন, পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল-সহ হেরিটেজ বিভাগের আধিকারিকরা ।
কলকাতা পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, পর্যটন দফতরের পক্ষে আলো লাগানোর বিষয়টি বৈঠকে জানানো হয় । মূলত, শহরের গ্রেড-1 তালিকায় থাকা ভবনগুলিতে এই আলো লাগানো হবে । নীল-লাল-হলুদ নানা রঙের আলো লাগানো হবে । কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এমন আলোর দেখা মেলে । কলকাতা পৌরনিগমের আওতাধীন টাউন হল সেই বিশেষ আলোয় সাজিয়ে তুলেছে ।