পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখনই স্বাভাবিক হচ্ছে না হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম

প্রায় তিন মাস হল রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম চলছে নামমাত্র । এর জেরে রাজ্যের আইনজীবীরা ভয়ংকর অর্থনৈতিক সংকটের সম্মুখীন । পরিস্থিতি এতটাই খারাপ যে বার কাউন্সিলের ছাতার নিচে থাকা প্রায় 35 হাজার আইনজীবীর মধ্যে 21 হাজার জন সাহায্যের আবেদন করেছেন ।

high -court
high -court

By

Published : May 14, 2020, 1:13 AM IST

কলকাতা, 13 মে: এখনই স্বাভাবিক হচ্ছে না হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম । 31 মে পর্যন্ত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুধুমাত্র চলবে অত্যন্ত জরুরি মামলার শুনানি । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ।

এর আগে 15 মে পর্যন্ত হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকার কথা জানানো হয়েছিল । কিন্ত COVID-19 পরিস্থিতি খতিয়ে দেখে প্রধান বিচারপতি রাজ্যের সমস্ত নিম্ন আদালত, সার্কিট বেঞ্চ ও হাইকোর্টের কাজকর্ম আপাতত স্বাভাবিক করা সম্ভব নয় বলেই নির্দেশ দিয়েছেন । তাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যেভাবে অত্যন্ত জরুরি মামলার শুনানি চলছে সেরকমই চলবে । 31 মে-র পর পরিস্থিতি আবার খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রায় তিন মাস হল রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম চলছে নামমাত্র । এর জেরে রাজ্যের আইনজীবীরা ভয়ংকর অর্থনৈতিক সংকটের সম্মুখীন । পরিস্থিতি এতটাই খারাপ যে বার কাউন্সিলের ছাতার নিচে থাকা প্রায় 35 হাজার আইনজীবীর মধ্যে 21 হাজার জন সাহায্যের আবেদন করেছেন । বার কাউন্সিল 3 হাজার টাকা করে সাহায্য দেওয়ার যে ঘোষণা করেছে । লকডাউনে সেই অর্থ পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন 21 হাজার আইনজীবী । এদিকে দিনের পর দিন আদালত বন্ধ থাকায় বহু সাধারণ মানুষ বিচার পাচ্ছেন না । মামলার শুনানির আবেদনই জানাতে পারছেন না তাঁরা । মামলার চাপ কমানোর জন্য সুপ্রিম কোর্ট গতকাল নজিরবিহীন ভাবে 1 সদস্য বিশিষ্ট বেঞ্চ বসানোর কথা ঘোষণা করেছে । কিন্ত সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে, এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না ।

ABOUT THE AUTHOR

...view details