কলকাতা, 2 সেপ্টেম্বর: এ বার দশভূজার অবতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর দশ হাতে থাকবে রাজ্যের দশটি জনমুখী প্রকল্প ৷ মণ্ডপ সাজছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে ৷ মমতা তুমিই ভরসা - এই থিমেই এবার দুর্গা পুজোর (Durga Puja) আয়োজন করেছে বাগুইআটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতি ৷
উদ্যোক্তারা বলছেন, রাজনীতির বাইরেও বাংলার পুনর্গঠনে মমতার জনমুখী প্রকল্প যে ভাবে নজর কেড়েছে, সেটা তুলে ধরাই তাঁদের প্রধান উদ্দেশ্য । বাগুইআটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতির এবারের পুজোর প্যান্ডেল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আদলে । আর এই প্যান্ডেলের ভেতরেই দশ হাতে দশটি জনমুখী প্রকল্প নিয়ে হাজির থাকবে মমতার প্রতিমূর্তি ।
যদিও পুজো উদ্যোক্তারা স্পষ্টই বলেছেন, পুজোর আবেগে আমরা আঘাত করতে চাই না । তাই যে প্রতিমায় পুজো হবে সেটা আলাদা । এটা আমাদের থিম ৷ এখানে দেবী দুর্গা অসুরদলনী নন । বরং তিনি বাংলার আম-আদমির প্রতিনিধি । ক্লাবের তরফ থেকে এই থিমের যে নাম দেওয়া হয়েছে, তা হল মমতা তুমিই ভরসা ।
আরও পড়ুন:Visva-Bharati University : পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিজনের, আচার্যকে চিঠি অধ্যাপকদের
হঠাৎ কেন এমন ভাবনা ? সে বিষয়ে মুখ খুলেছেন ক্লাবের উদ্যোক্তা তথা বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রনাথ বাগুই ৷ তাঁর কথায়, "লকডাউন ও তার পরবর্তী সময়ে মন্দার বাজারে যখন দুর্গা পুজো করা নিয়ে সঙ্কট তৈরি হয়েছিল, তখনই আমাদের মাথায় আসে যদি এই বিষয়টিকে থিম হিসেবে ব্যবহার করা হয় ! মণ্ডপ শিল্পী অভিজিৎ বাগ এবং প্রতিমা শিল্পী কুমোরটুলি খ্যাত মণ্টুু পালের সঙ্গে আলোচনা করে এই থিম করার সিদ্ধান্ত নেওয়া হয় ।"