পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Puja Theme: মমতার 10 হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়

By

Published : Sep 2, 2021, 7:33 PM IST

Updated : Sep 2, 2021, 9:12 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দশ হাতে 10 জনমুখী প্রকল্প ৷ এই থিমেই এ বার দুর্গা পুজোর (Durga Puja) আয়োজন করেছে বাগুইআটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতি ৷

kolkata-durga-puja-theme-on-mamata-banerjee-and-her-10-popular-projects
মমতার দশ হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়

কলকাতা, 2 সেপ্টেম্বর: এ বার দশভূজার অবতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর দশ হাতে থাকবে রাজ্যের দশটি জনমুখী প্রকল্প ৷ মণ্ডপ সাজছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে ৷ মমতা তুমিই ভরসা - এই থিমেই এবার দুর্গা পুজোর (Durga Puja) আয়োজন করেছে বাগুইআটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতি ৷

উদ্যোক্তারা বলছেন, রাজনীতির বাইরেও বাংলার পুনর্গঠনে মমতার জনমুখী প্রকল্প যে ভাবে নজর কেড়েছে, সেটা তুলে ধরাই তাঁদের প্রধান উদ্দেশ্য । বাগুইআটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতির এবারের পুজোর প্যান্ডেল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আদলে । আর এই প্যান্ডেলের ভেতরেই দশ হাতে দশটি জনমুখী প্রকল্প নিয়ে হাজির থাকবে মমতার প্রতিমূর্তি ।

যদিও পুজো উদ্যোক্তারা স্পষ্টই বলেছেন, পুজোর আবেগে আমরা আঘাত করতে চাই না । তাই যে প্রতিমায় পুজো হবে সেটা আলাদা । এটা আমাদের থিম ৷ এখানে দেবী দুর্গা অসুরদলনী নন । বরং তিনি বাংলার আম-আদমির প্রতিনিধি । ক্লাবের তরফ থেকে এই থিমের যে নাম দেওয়া হয়েছে, তা হল মমতা তুমিই ভরসা ।

আরও পড়ুন:Visva-Bharati University : পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিজনের, আচার্যকে চিঠি অধ্যাপকদের

হঠাৎ কেন এমন ভাবনা ? সে বিষয়ে মুখ খুলেছেন ক্লাবের উদ্যোক্তা তথা বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রনাথ বাগুই ৷ তাঁর কথায়, "লকডাউন ও তার পরবর্তী সময়ে মন্দার বাজারে যখন দুর্গা পুজো করা নিয়ে সঙ্কট তৈরি হয়েছিল, তখনই আমাদের মাথায় আসে যদি এই বিষয়টিকে থিম হিসেবে ব্যবহার করা হয় ! মণ্ডপ শিল্পী অভিজিৎ বাগ এবং প্রতিমা শিল্পী কুমোরটুলি খ্যাত মণ্টুু পালের সঙ্গে আলোচনা করে এই থিম করার সিদ্ধান্ত নেওয়া হয় ।"

আরও পড়ুন:Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ক্লাবের সম্পাদক উৎসব ঘোষ বলেন, "করোনা আবহে এই পুজো হলেও আমাদের মূল লক্ষ্য বাংলার মুখ্যমন্ত্রী 10 বছরে যে নিরবচ্ছিন্ন উন্নয়ন করেছেন, তাকে তুলে ধরা । এ ক্ষেত্রে রাজ্যের মানুষ যে উন্নয়নের স্বাদ পেয়েছেন, আমরা চাই দেশের মানুষও সেই স্বাদ পান । তাই 10 হস্তে তাঁর উন্নয়নমুখী প্রকল্প নিয়ে মানুষের সামনে আসবেন মমতা ।"

নয়া চমক বাগুইআটির পুজোয়

আরও পড়ুন:Durgapur Robbery: সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালের পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি

ক্লাবের প্রতিমা শিল্পী মন্টু পাল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইবারের মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে । মুখ্যমন্ত্রীর সামগ্রিক চেহারা মাথায় রেখেই এই মূর্তির উচ্চতা নির্ধারণ করা হয়েছে । মূর্তির পরনে থাকবে সাদা আটপৌরে শাড়ি এবং পায়ে হাওয়াই চপ্পল । এ ক্ষেত্রে প্রতিমার হাতে দশ অস্ত্রের বদলে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় দশটি প্রকল্প । আর সামগ্রিকভাবে এই প্রতিমার পেছনে থাকবে বিশ্ব বাংলার লোগো । প্রতিমা শিল্পীর কথায়, মুখ্যমন্ত্রীর সামগ্রিক জীবন সংগ্রাম সবকিছুকে মাথায় রেখেই এই থিম করা হয়েছে । মোটের উপর কলকাতা শহরতলির এই পুজো এ বার যে শহরের নজর কাড়তে চলেছে তাতে কোনও সন্দেহ নেই ।

আরও পড়ুন:Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

Last Updated : Sep 2, 2021, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details