কলকাতা, 5 ডিসেম্বর: সব রেকর্ড ভেঙেছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে কলকাতা । মহানগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 14 হাজার ছুঁই ছুঁই । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও মহানগরে নেহাত কম নয় । এই পরিস্থিতিতে আবর্জনা ও পলিতে নাব্যতা হারিয়েছে বেলেঘাটা খাল । ঘন জনবসতিপূর্ণ এলাকার মাঝে থাকা এই খাল নাব্যতা হারানোয় চিন্তায় কলকাতা পৌরনিগম ৷ কারণ এর জেরে পৌরনিগমের তরফে বন্ধ রয়েছে নৌকা করে মশার লার্ভা নাশক স্প্রে করার কাজটি । তাই শহরের পরিস্থিতি বেগতিক বুঝেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আর্জি জানিয়ে সেচ দফতরকে চিঠি পাঠাল কলকাতা পৌরনিগম ।
স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ খালটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে এই চিঠি দিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । তবে খালের দু'ধার অধিকাংশ বেআইনি দখলদারদের হাতে চলে যাওয়াতে পলি তোলা হবে কী করে, তাই নিয়েই এখন সংশয় প্রকাশ করছেন পৌরনিগমের একাংশ ইঞ্জিনিয়র । ডেঙ্গি নিয়ে বেলেঘাটা এলাকার ওয়ার্ডগুলি যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের কাছে । বন্ধ বাড়ি, ফাঁকা জমি বা খানা খন্দ নজরদারি চালানো যায় । কিন্তু আবর্জনা ও পলি জমে আস্ত খাল বুজে যেতে বসেছে । নাব্যতা হারিয়েছে ক্রমশ । সেই খালাই এখন বড় চিন্তার ।