কলকাতা, 5 সেপ্টেম্বর : মাঝ আকাশে বিমানে ধোঁয়া ৷ তার জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল গো এয়ারের একটি বিমান ৷ সুরক্ষিত রয়েছেন বিমানের সকল যাত্রী ও বিমানকর্মী ৷
মাঝ আকাশে ধোঁয়া, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের - কলকাতা বিমানবন্দর
ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানে ধোঁয়া দেখতে পান পাইলট ৷ তারপর কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন ৷
আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী গো এয়ারের একটি বিমান (ফ্লাইট নম্বর G8102) ছাড়ে ৷ কিছুক্ষণের মধ্যে ককপিটে ধোঁয়া দেখতে পান পাইলট ৷ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানান তিনি । কোনও ঝুঁকি না নিয়ে পাইলটকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ সেইমতো দুপুর তিনটে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি ৷ সেটিকে 24 নম্বর বে'তে নিয়ে যাওয়া হয় । সেখানেই বিমানটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা ৷
গো এয়ারের তরফে জানানো হয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷ সুরক্ষিত রয়েছেন 6 বিমানকর্মী-সহ 145 জন ৷