কলকাতা, 18 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত । তবে কলকাতায় এখনও পর্যন্ত তার প্রভাব তেমনভাবে পড়েনি । কলকাতা মূলত শান্তই । প্রশাসন বলছে, এ বিষয়ে কাজ করছে কলকাতা পুলিশের হোমওয়ার্ক । বিষয়টিতে সন্তুষ্ট নগরপালও । তার জন্য বাহিনীর প্রশংসাও করেছেন বলে সূত্রের খবর । পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, আত্মতুষ্ট হলে চলবে না । পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ।
কলকাতা পুলিশের বিশেষ পরিকল্পনা এখনও পর্যন্ত শহরে অশান্তির আঁচ পড়তে দেয়নি । লালবাজারে শীর্ষ কর্তারা দফায়-দফায় কথা বলছেন বিক্ষোভকারীদের সঙ্গে । স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজর । নিজেদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি ব্যবহার করছে পুলিশ । তার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে গতকাল আখড়া স্টেশনে যেভাবে বিক্ষোভ চলেছে,তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছে কলকাতা পুলিশ । আশঙ্কা হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার । আর তাই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত OC, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল কমিশনার, যুগ্ম-কমিশনার, অতিরিক্ত কমিশনারদের উদ্দেশ্যে অত্যন্ত সক্রিয় থাকার নির্দেশ দেন ।