কাশীপুর, 30 মে : কাশীপুরে আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে চুরি কয়েক লক্ষ টাকার সোনার গহনা(Cossipore Mandir Theft) ৷ মন্দির কর্তৃপক্ষের কথায়, বাংলার প্রথম এই প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরের কোনও আবাহনও নেই বির্সজনও নেই ৷ একই জায়গায় একইভাবে পুজো হয়ে আসছে সেই ছ'শো বছর ধরে ৷ আর সেখানে এই চুরির ঘটনায় অবাক হয়ে গিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷
ছ'শো বছরের পুরনো মন্দিরে এই চুরির ঘটনায় গত 27 মে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা চুড়িদার পরে মন্দিরের ভিতরে ঘোরাফেরা করছে ৷ প্রথমে মন্দিরের সেবাইত মনে করেন হয়তো মন্দির দর্শন করতে এসেছেন ওই মহিলা ৷ সেবাইত যখন ঠাকুরের বাসন মাজতে যায় সেই সময়ই দেখা যায় মহিলা একটি ব্যাগ হাতে নিয়ে প্রতিমার কাছে যাচ্ছে ৷ তারপর এদিক-ওদিক তাকিয়ে মায়ের বেদীতে উঠে প্রতিমা থেকে গহনা টেনে হিঁচড়ে নিয়ে পুড়ছে ব্যাগে ৷ সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য ধরা পড়েছে ৷