কলকাতা, 28 এপ্রিল: রাজ্য তো বটেই গোটা দেশের হিন্দুদের কাছে অন্যতম তীর্থস্থান কালীঘাট মন্দির। প্রতিদিন প্রতিনিয়ত বহু মানুষের সমাগম এই তীর্থক্ষেত্রে। তবে এতদিন এলাকায় দর্শনার্থী আগমন সকাল-বিকেল হলেও 24 ঘণ্টা জলের পরিষেবা ছিল না। সেই পরিষেবা শুরু করতেই মাসিক অধিবেশনে আবেদন করেছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর চক্রবর্তী। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কালীঘাট সংস্কারের কাজ শেষ হলেই দ্রুত এই পরিষেবাও চালু হবে।
প্রসিদ্ধ কালীমন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র কালীঘাট। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পুরাণ অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের চারটি (মতান্তরে একটি) আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। প্রতিদিনই মায়ের দরবারে নানা মনোস্কামনা নিয়ে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী হাজির হন কালীঘাটে ৷ ভোর রাত থেকে ভিড় হতে শুরু করে মায়ের মন্দিরে ৷ তবে এতদিন এখানে 24 ঘণ্টা পানীয় জলের ব্যবস্থা না-থাকায় সমস্যায় পড়তে হয় সকলকেই ৷ সেই পরিষেবা শুরু করতেই মাসিক অধিবেশনে আবেদন করেছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর চক্রবর্তী।