কলকাতা, 28 জানুয়ারি: ছোট ছোট ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা প্রোমোটারদের প্রতারণার থেকে রক্ষা পেতে ক্রেতাদের একাংশ ফ্ল্যাট সম্পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করে নেয় । ফলে রাজ্যের কোষাগারে অর্থ ঢোকে । তবে এরপর সিসি না-নিলে কর্পোরেশনের আর্থিক লাভ হয় না । উলটে প্রোমোটার কেটে পড়লে পরোক্ষে পৌর পরিশেষ দিতে হয় কলকাতা কর্পোরেশনকে । তাই সিসি না-পেলে রেজিস্ট্রেশন না-করার আবেদন জানিয়ে ইন্সপেক্টর জেনারেল রেভিনিউকে চিঠি লিখতে বললেন কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমার । পৌর কমিশনারকে এই নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।
পৌর আইন মেনে ফ্ল্যাট তুললে তবেই বলে সিসি । তারপরেই নিকাশি ও পানীয় জলের সংযোগ দেয় কর্পোরেশন । আর তাতে রেভিনিউ আসে পৌর কোষাগারে । তবে দেখা যাচ্ছে, পৌর আইনের তোয়াক্কা না-করেই বহুতল তুলে ফেলছেন ছোট ছোট প্রোমোটাররা । আর আইন না-মানায় কলকাতা কর্পোরেশনের তরফে সিসি পায় না সেই বাড়িগুলো । অনেকে খুব ধীর গতিতে কাজ করেন । ফলে ফ্ল্যাটের ক্রেতারা যাতে ভাড়া গুনতে না-হয়, সেই জন্য অসম্পূর্ণ ফ্ল্যাটেই প্রবেশ করেন ।