পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Corporation: বর্জ্য পদার্থ আলাদা করতে আরও ছ’ হাজার নীল-সবুজ বালতির কলকাতা পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ পক্রিয়া শুরু আবাসনগুলিতেও ৷ 6000 নীল-সবুজ ডাস্টবিনের বরাত দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ৷ পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা ভাবে ফেলার ব্যাপারে নাগরিক সচেতনতার কাজও শুরু হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 12:49 PM IST

কলকাতা, 30 অক্টোবর:উৎসবের মরশুমে জঞ্জাল পৃথকীকরণ নিয়ে বড় পদক্ষেপ নিলো কলকাতা পৌরনিগম । বিভিন্ন বাজার এলাকা, বড় বড় আবাসন এবং বাণিজ্যিক এলাকায় বসানোর জন্য 6000 নীল-সবুজ বড় ড্রামের বরাত দেওয়া হয়েছে । কলকাতায় চলতি বছরের শুরু থেকেই পুরোদমে বর্জ্য পৃথকীকরণ কাজ চলছে । ইতিমধ্যেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা ভাবে ফেলার ব্যাপারে নাগরিক সচতেনতার কাজও শুরু হয়েছে ৷

সাধারণত সবজি ও মাছের বাজার, বড়-বড় বহুতল, আবাসন, বাণিজ্যিক এলাকায় বিপুল পরিমাণ আবর্জনা দেখা যায় ৷ এই সমস্ত এলাকায় ভিজে ও শুকনো দুই প্রকার আবর্জনা থাকে ৷ এই দুই ধরনের আবর্জনা যাতে উৎস থেকে পৃথক করা যায় তার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে ৷ যদিও আবর্জনা পৃথকীকরণ পক্রিয়া আগে থেকেই শুরু হয়েছিল ৷ এই পক্রিয়া শুরুতেই সমস্যার সৃষ্টি হয়েছিল শুকনো এবং ভিজে আবর্জনা আলদা করা নিয়ে ৷ এই সমস্যা দূর করতে আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যেই 240 লিটারের একটি ডাস্টবিনও দেওয়া হয়েছে আবাসনগুলিতে ৷

কলকাতার প্রায় 75-80 শতাংশ বাড়িতে ইতিমধ্যেই দেওয়া হয়েছে নীল এবং সবুজ বালতি । প্রতিদিনের পচনশীল ও অপচনশীল জঞ্জাল দু’টি ডাস্টবিনে ভাগ করে ফেলছেন নাগরিকরা । পচনশীল জঞ্জালের জন্য সবুজ বালতি ও অপচনশীল বর্জ্য নীল বালতিতে রাখা হচ্ছে । তবে অনেক বহুতল রাস্তার ভ্যাটগুলোয় জঞ্জাল ফেলছে সকালে পৌর কর্মীদের না দিয়ে । সেখানে সব একসঙ্গেই ফেলছেন । তাতেই সমস্যার সৃ্ষ্টি হয়েছে ৷ সেই সমস্যার সুরাহা করতেই 6000 হাজার নীল-সবুজ রঙের ড্রামের বরাত দেওয়া হয়েছে ৷ যা নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে ৷

আরও পড়ুন:আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলা, কসবায় চলল গুলি; গ্রেফতার অভিযুক্ত

পাশাপাশি, কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসিক এলাকায় খোলা ভ্যাট থাকবে না । পৌরসভার সময় মত জঞ্জাল না ফেললেও এবার অবাসনে 240 লিটারের ডাস্টবিন রাখা থাকবে ৷ সেখানে আলাদা ভাবে নিজের সময় মত জঞ্জাল ফেলতে পারবেন আবাসিকরা । এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "চলতি বছরের মধ্যেই কলকাতার বাণিজ্যিক এলাকা ও বাজার, বড় আবাসনে এই ডাস্টবিন বসানোর কাজ শেষ হয়ে যাবে । যে সমস্ত ওয়ার্ড বা এলাকায় এখনও বাড়ি বাড়ি নীল সবুজ বালতি দেওয়া বাকি সেই কাজ দ্রুত করা হবে যাবে । এর ফলে পরিবেশ রক্ষার পাশপাশি বাড়তি খরচেও লাগাম টানা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details