কলকাতা, 7 ফেব্রুয়ারি:কোষাগারের সংকট কাটেনি কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) । হাল ফেরাতে ইতিমধ্যেই নানা ধরনের খরচে লাগাম টেনেছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ । এবার কলকাতা কর্পোরেশনের সমস্ত বিভাগে ও দফতরে ব্যবহৃত কাগজ ও কালি খরচে রাশ টানল কর্পোরেশন কর্তৃপক্ষ। কলকাতা কর্পোরেশনের সচিব হরিহর প্রসাদ মণ্ডল এক নির্দেশিকা জারি করে এই নির্দেশ দিয়েছেন । তাতে স্পষ্ট বলা হয়েছে প্রতিটা বিভাগেই কাগজ এবং কালির খরচ 50 শতাংশ হ্রাস করতে হবে ।
কেন কাগজ ও কালিতে নিয়ন্ত্রণ আনা হচ্ছে ?
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই চালু হয়েছে ই-ফাইলিং পরিষেবা । এই পরিষেবা আরও সু-সংহত করতে বছরখানেক ই-গভর্নেন্সে জোর দেওয়া হয়েছে । কাগজের ফাইল সরিয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে । এই পরিস্থিতিতে কাগজের ব্যবহার সেই অর্থে কমেনি। ফাইলে জোর দেওয়ার পরেও একটা মোটা টাকা খরচ করতে হয়, কাগজ এবং প্রিন্টারের কার্টেজের জন্য । কলকাতা কর্পোরেশনের শহরজুড়ে থাকা ছোট বড় দফতর নিয়ে মোটা টাকায় হয় সেই পরিমাণ । তাই নির্দেশিকা জারি করে এবার প্রতিটি বিভাগে কাগজ এবং কার্টেজের জন্য বরাদ্দ ছাঁটাই করা হয়েছে ।
কলকাতা কর্পোরেশনের পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, প্রত্যেকটি বিভাগকে এবার থেকে 50 শতাংশ কম কাগজ এবং কালি দেওয়া হবে । এ-ফোর পেজ থেকে শুরু করে জেরক্স মেশিনের কার্টেজ কালির ব্যবহার কমাতে হবে ।