কলকাতা, 17 এপ্রিল: হকার আইন অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটির সুপারিশে গড়িয়াহাটে হকারদের নতুন লোহার কাঠামো হয়েছে । সেই লোহার কাঠামোর স্টলের পিছনের অংশ ব্যবহার হবে বিজ্ঞাপনী বোর্ড হিসেবে । এমনই পরিকল্পনা করেছে কলকাতা পৌরনিগমের ৷ প্রাথমিকভাবে গড়িয়া হাট হকার স্টল গুলোর পিছনে লাগানো হয়েছে বিজ্ঞাপন ৷ এরপর হাতিবাগান-সহ অন্যান্য জায়গাতে বাস্তবায়ন করা হবে । আগামিদিনে গড়িয়াহাটের সব স্টলের পিছনের অংশে বিজ্ঞাপনীবোর্ড হিসেবে ব্যবহৃত হবে এই কাঠামোগুলি । শুধু তাই নয় কলকাতার সব হকার কর্ণার গুলোতে এই নিয়ম মানা হবে বলেই খবর পৌরনিগম সূত্রে ।
হকার আইন অনুসারে রাস্তার দিকে মুখ করে হকারি নিষিদ্ধ । তাই সেই কাজ যাতে কোনও হকার না করেন সেটা যেমন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিশ্চিত হবে তেমনই কর্পোরেশনের কোষাগারে অর্থ উপার্জন বাড়বে বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ । বছরের শুরুতেই খুলে ফেলা হয়েছিল এলাকা জুড়ে থাকা প্ল্যাস্টিকের ছাউনি । উঠিয়ে দেওয়া হয়েছিল বেআইনি ডালা । সেই সময় কর্পোরেশনের তরফে পরিকল্পনা করা হয়েছিল লোহার তৈরি স্টলের রাস্তার দিক বিজ্ঞাপনী বোর্ড করা হবে ৷ সেখানে বিজ্ঞাপন দিয়ে আয় করবে পৌরনিগম ৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন হকার সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় হয়েছে কয়েক দফায় । সেই মত বর্তমানে কয়েকটি স্টলের গায়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ।