কলকাতা, 5 এপ্রিল: বকেয়া সম্পত্তি করে সুদ ও পেনাল্টি মুকুব বন্ধ করতে চলেছে কলকাতা কর্পোরেশন। আগামী সেপ্টম্বরেই শেষ এই সুযোগ ।সুদের উপর 50% এবং পেনাল্টিতে 99% ছাড় মেলে । সারা বছর ধরেই পাওয়া যেত এই ছাড় । এবার সেই ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম । এই ওয়েভার আর মাত্র কিছু মাস ৷ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েভারের সুযোগ থাকবে । তারপর আর ছাড় মিলবে না । বকেয়ার সময়কালের উপর ভিত্তি করে ছাড় নির্ধারিত হবে তখন । বুধবার কলকাতা কর্পোরেশনে মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ।
পৌর আইন অনুসারে গত 2018 সাল থেকে সারা বছরের জন্য এই ছাড় চলছিল ।
এই প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মার্চ মাসে এই ওয়েভার শেষ হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বানানো হয়েছে । তার মধ্যে বকেয়া সম্পত্তি কর মেটালে সুদের উপর 50 শতাংশ এবং পেনাল্টিতে 99 শতাংশ ছাড় মিলবে । সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায়ের বিভাগ সূত্রে খবর, গত 4-5 বছর ধরে এই ছাড় চলছিল । তাতে অনেক অর্থপ্রাপ্তি হলেও বড় অংশের বকেয়া অর্থ হাতছাড়াও হয়েছে । সাধারণ ছোট কর দাতারা আগ্রহ দেখান । বড় করদাতারা বকেয়া রাখেন । তাদের সুদ এবং পেনাল্টিতে ছাড় দেওয়া হচ্ছিল । কিন্তু একটা বড় অংশের নাগরিকরা এখনও বকেয়া মেটাচ্ছেন না । তাই এই ছাড় তুলে দেওয়া সিদ্ধান্ত হয়েছে । সুদ এবং পেনাল্টিতে বিভিন্ন নিরিখে ন্যূনতম 10 শতাংশ থেকে ছাড় শুরু হবে ।