কলকাতা, 18 জুলাই:পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র জয় শাসকদলের ৷ আবার সামনেই 21 জুলাই ৷ সেই মঞ্চ থেকেই পঞ্চায়েত ভোটের জয় উদযাপন করবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ আর 21 জুলাইয়ের সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসবেন লক্ষ লক্ষ তৃণমূল সমর্থক। এই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের জন্য চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুলেন্স, পানীয় জল, আবর্জনা সাফাই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম ৷ সমাবেশ শেষে সভাস্থল সাফ করা গুরুদায়িত্ব থাকে এই কলকাতা কর্পোরেশনের উপর। এ বছর সভা শেষের 40 মিনিটের মধ্যে এই বছর পরিষ্কার হয়ে যাবে সভাস্থল ৷
এই সব কাজের জন্য ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ যে দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এছড়াও উপস্থিত থাকবেন যাদবপুর বিধানসভার বিধায়ক ও কর্পোরেশনের জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার, রাসবিহারী এলাকার বিধায়ক ও উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমার ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ।
কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের মহা সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে যে সকল কর্মী-সমর্থকেরা আসবেন তাঁদের জন্য শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে পানীয় জলের গাড়ির ব্যবস্থা থাকবে । শিয়ালদা স্টেশন, এসএন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ও ময়দান লাগোয়া এলাকায় একাধিক জায়গায় পানীয় জলের ব্যবস্থা রাখা হবে । এছাড়াও জলের ছোট ছোট পাউচের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় থাকা সুলভ শৌচালয় দু’দিন ধরে খোলা রাখা হবে । ধর্মতলার যে সমস্ত সুলভ শৌচালয় আছে সেগুলিও খোলা থাকবে ৷ পাশাপাশি বিভিন্ন জায়গায় অস্থায়ী শৌচালয় বসানো হচ্ছে ৷ থাকছে বায়ো টয়লেটের ব্যবস্থা ৷ প্রত্যেকটি রাস্তায় নির্দিষ্ট দূরত্বে বসানো হচ্ছে জঞ্জাল ফেলার বিন ৷