পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় অভিযান অতীন ঘোষের - kolkata

ডেঙ্গি প্রতিরোধ অভিযান পৌরনিগমের। নেতৃত্বে ডেপুটি মেয়র অতীন ঘোষ।

এলাকা পরিদর্শন করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

By

Published : Mar 5, 2019, 11:25 PM IST

কলকাতা, ৫ মার্চ : আজ কলকাতার ১১৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে অভিযানে নামে পৌরনিগম। নেতৃত্বে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আজ এলাকায় তিনটি পরিত্যক্ত জমিকে চিহ্নিত করা হয়েছে। ডেপুটি মেয়র জানান, এই জমিগুলি থেকেই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি এলাকায় গতবছর যারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গেও দেখা করেন।

কলকাতা পৌরনিগমের বেহালার সংযুক্ত এলাকা নিয়ে গঠিত ১১৭ নম্বর ওয়ার্ড। গত বছর ওই এলাকায় অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। আজ ডেপুটি মেয়র সেই সমস্ত ডেঙ্গি আক্রান্তদের সঙ্গে দেখা করেন। এলাকার বাসিন্দাদেরও তিনি সচেতন করেন। আজ পরিদর্শনে গিয়ে তিনটি জমিকে চিহ্নিত করা হয়। এই জমিগুলিতে জল ও জঞ্জাল জমে আছে। যা মশার বংশবিস্তারের জন্য অনুকূল। ৪৯৬ ধারা অনুযায়ী এই জায়গাগুলি দ্রুত সাফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরনিগম সূত্রে জানা গেছে, বর্ষার আগে প্রত্যেকটি ওয়ার্ডে নিয়মিত ডেঙ্গি প্রতিরোধ অভিযান চালানো হবে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের এই বিষয়ে সচেতন করা হচ্ছে। এলাকা পরিষ্কার রাখার আবেদন করা হচ্ছে। যাতে জল না জমে থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details