পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC: বেআইনি নির্মাণ বৈধ করতে লাগবে বড় অঙ্কের টাকা, ফি বাড়ল কলকাতা পৌরনিগম - Promoters Illegal Construction News

বহু প্রোমোটার বেআইনি নির্মাণ করেন ৷ পরে কলকাতা পৌরনিগমে অর্থ দিয়ে তা আইনি করিয়ে নেন ৷ এই নির্মাণগুলি বিশাল টাকায় বিক্রি করেন ৷ এই ধরনের কাজকর্ম রুখতে নিয়মিতকরণের ফি বৃদ্ধি করেছে কলকাতা পৌরনিগম ৷ বেআইনি নির্মাণের প্রবণতা কমাতে এই পদক্ষেপ বলে জানালেন কর্পোরেশনের কমিশনার বিনোদ কুমার ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম

By

Published : Jul 1, 2023, 6:56 PM IST

কলকাতা, 1 জুলাই:বেআইনি নির্মাণকে আইনি করার নিয়মিতকরণের ফি বা রেগুলারাইজ ফিবাড়াল কলকাতা পৌরনিগম ৷ আর তা নিয়ে সম্প্রতি আপত্তি উঠেছে একটি বণিক সভার অনুষ্ঠানে ৷ পৌরনিগমের পৌর কমিশনার বিনোদ কুমার স্পষ্ট জানিয়েছেন, বেআইনি নির্মাণের প্রবণতা কমানোর লক্ষ্যেই তাঁরা ফি বৃদ্ধি করেছেন ৷ এই নিয়ম বাস্তবায়নের জেরে যেমন আর্থিক ভাবে রেভিনিউ এসেছে, ঠিক একইভাবে প্রোমোটারদের বেআইনি নির্মাণের প্রবণতা খানিক হ্রাস পেয়েছে বলে দাবি কমিশনারের ৷

কলকাতা ও শহরতলিতে প্রোমোটারদের বেআইনি নির্মাণ চলছে ৷ বেশিরভাগই ক্ষেত্রে নির্মাণের সময়ে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে ৷ একাংশের প্রোমোটার পরিকল্পিতভাবেই বেআইনি নির্মাণ করেন ৷ পরে কিছু টাকা দিয়ে তা নিয়মিতকরণ বা রেগুলারাইজ করেন তাঁরা ৷ সেই অংশ বিক্রি করে তার থেকেই বিপুল অঙ্কের টাকা রোজগার করেন প্রোমোটাররা ।

আরও পড়ুন: ওভারটাইম কাটছাঁট করে বার্ষিক 30 কোটি টাকা সাশ্রয় করল কলকাতা পৌরনিগম

সম্প্রতি বেআইনি থেকে আইনি করার ফি বৃদ্ধি করেছে কলকাতা পৌরনিগম ৷ এতে প্রোমোটারদের মুনাফা করা খুবই কষ্টকর হয়ে উঠেছে ৷ পাশাপাশি বড় ধরনের বেআইনি নির্মাণ হলে অভিযোগের ভিত্তিতে তা ভাঙা হচ্ছে ৷ কোনওভাবেই বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানিয়েছেন পৌর কমিশনার ৷

পৌর কমিশনার বিনোদ কুমারের কথায়, "ছোট ধরনের নির্মাণের ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় ৷ যাঁরা এই সম্পর্কে কিছু জানেন না, তাঁরা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করুন ৷ তাঁরা সব জানিয়ে দেবেন ৷" তিনি আরও জানান, বিশদে না জেনে একটি নির্দিষ্ট নকশা অনুমোদনের পর বাস্তবে অনেকেই বাড়তি নির্মাণ করে থাকেন ৷ পরে সামান্য অর্থ দিয়ে সেই বেআইনি নির্মাণকে নিয়মিতকরণ করিয়ে নিচ্ছিলেন ৷ এই প্রবণতা রুখতে এবার নিয়মিতকরণের ফি বড় অঙ্কে বৃদ্ধি করা হয়ছে ৷

আরও পড়ুন: 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', দৃশ্যদূষণ ঠেকাতে অভিযান কর্পোরেশনের

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে, 10 মিটার উচ্চতা পর্যন্ত নির্মাণের ক্ষেত্রে বেআইনি অংশ নিয়মিতকরণের ফি ধার্য করা হয়েছে আইজিয়ার ভ্যালুয়েশনের 12.5 শতাংশ 10 মিটার থেকে 15.5 মিটার উচ্চতা পর্যন্ত নির্মাণের ক্ষেত্রে নিয়মিতকরণের ফি ধার্য করা হয়েছে আইজিয়ার ভ্যালুয়েশনের 37.5 শতাংশ 15.5 মিটার থেকে 21.5 মিটার উচ্চতা পর্যন্ত নিয়মিতকরণ ফি ধার্য করা হয়েছে 42.5 শতাংশ আইজিআর ভ্যালুয়েশনে উপর 21.5 মিটারের উপর নিয়মিতকরণ করতে দিতে হবে 75 শতাংশ আইজিয়ার ভ্যালুয়েশনের ৷ ফলে এই বিপুল টাকা দিয়ে বেআইনি অংশ আইনি করে প্রমোটারর মুনাফা করতে পড়ছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details