কলকাতা, 28 জুলাই:লিজ ডিডের জন্যপৌরনিগমে হন্যে হয়েঘোরার দিন শেষ । জটিলতা কাটিয়ে এবার ঠিকা জমির লিজ ডিড দেওয়া দিতে শুরু করল কলকাতা পৌরনিগম । শুক্রবার আনুষ্ঠানিকভাবে চেতলা ও শ্যামবাজারের দুই বাসিন্দার হাতে লিজ ডিড তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকা কন্ট্রোলার সোমনাথ দে, ডেপুটি ঠিকা কম্পট্রোলার সুরজিৎ চন্দ্র। এছড়াও আরও 14 জনকে দেওয়া হয়েছে ঠিকা জমির লিজ ডিড ৷
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আরও 14 জনকে এই ঠিকা লিজ ডিড দেওয়া হয়েছে এদিন । এছাড়াও কম বেশি 5 হাজার আবেদন জমা পড়েছে পৌরনিগমে ৷ সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমর নির্দেশে একটি ঠিকা সেল তৈরি হয়েছে কলকাতা কর্পোরেশন । কলকাতা পৌরনিগম এলাকার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা যাতে ঠিকা সংক্রান্ত সমস্ত পরিষেবা পান তার জন্য় ইতিমধ্যেই পৌরসভা নিজস্ব ঠিকা সেল তৈরি করেছে ৷ এবার থেকে আবেদনের 15 দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন মিলবে ৷ ঠিকা টেনেন্ট বিল্ডিং প্ল্যান আবেদন করলে অনুমোদন মিলবে 15 দিনের মধ্যে। ঠিকা প্রজা হলে পৌরনিগনের আইনে বাড়ি তৈরি করতে অনুমতি পাবেন 15 দিনের মধ্যে ।