পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Circular Railway: বিকেল 4টে থেকে বন্ধ চক্ররেল পরিষেবা, কবে ? - স্টাফ স্পেশাল ট্রেন

দশমীতে বিসর্জনের জন্য আজ বিকেল 4টে থেকে কাল সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকছে পূর্ব রেলের চক্ররেল পরিষেবা ৷ এই বিধিই চলবে আগামী সোমবার পর্যন্ত ৷

kolkata-circular-railway-staff-special-train-service-to-be-stopped-from-4-pm-to-7-am
বিকেল 4টে থেকে বন্ধ চক্ররেল পরিষেবা, কবে ?

By

Published : Oct 15, 2021, 4:58 PM IST

কলকাতা, 15 অক্টোবর: দশমীর নিরঞ্জন উপলক্ষে ও সেই সময় যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে পূর্ব রেলের চক্ররেল শাখায় বন্ধ থাকবে স্টাফ স্পেশাল পরিষেবা । আজ এ কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আজ বিকেল 4টে থেকে আগামিকাল সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে চক্ররেলের পরিষেবা । অনেক জায়গায় দশমীর পরেও বিসর্জন হয় ৷ সেই কথা মাথায় রেখে নয়া সময়বিধি চলবে আগামী সোমবার পর্যন্ত ৷

আরও পড়ুন:Weather Forecast : মনখারাপের দশমীতেও বৃষ্টির পূর্বাভাস, থাকবে অস্বস্তিকর গরম

অর্থাৎ আজ থেকে আগামী সোমবার পর্যন্ত এ ভাবেই নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের গতিবিধি । বিকেল 4টে থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে চক্ররেলের পরিষেবা ।

আরও পড়ুন:Puja Parikrama : সিঁদুরখেলার চল নেই, পারশালিকা ঘোষ পরিবারে মঙ্গল কলস-নবপত্রিকা বিসর্জন দিয়ে শুরু দশমী

অন্যদিকে, লক্ষ্মীপুজো উপলক্ষে আগামী 21 ও 22 অক্টোবর এই সময় মেনেই বন্ধ থাকবে চক্ররেলের পরিষেবা ।

আরও পড়ুন:Puja Parikrama : থিমের দুর্গোৎসবে মাতলেন নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা

ABOUT THE AUTHOR

...view details