কলকাতা, 29 জুন : কোরোনা সংক্রমণের জেরে গির্জাগুলিতে ভিড় এড়িয়ে চলছে উপাসনা । ভিড় এড়াতে অনেক জায়গায় শুরু হয়েছে অনলাইনে প্রার্থনাও । দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে শহরের চার্চগুলি খুলতে শুরু করেছে । উপাসনা চললেও মানা হচ্ছে একাধিক বিধিনিষেধ ৷
প্রতি সপ্তাহে রবিবার সব থেকে বেশি সংখ্যক মানুষ প্রার্থনায় অংশ নেয় । প্রার্থনার সময় প্রায় 300 থেকে 400 জন উপস্থিত থাকেন উপাসনা কক্ষে । কিন্তু, এখন ছবিটা বদলেছে । এখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 10-এ ৷ মাস প্রেয়ার আগের মতোই দিনে তিনবার হচ্ছে । কিন্তু বদলে গেছে মাস প্রেয়ারে অংশগ্রহণের নিয়ম ৷ আগে মাস প্রেয়ারে অংশগ্রহণে কোনও বিধিনিষেধ ছিল না ৷ কিন্তু এখন গির্জাগুলিতে মাস প্রেয়ারে অংশগ্রহণ করতে হলে অনলাইনে আবেদন করতে হচ্ছে ৷ আবেদনের তালিকা অনুযায়ী প্রতি সপ্তাহের রবিবার 10 জনকে প্রেয়ারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে ৷
কলকাতায় 100-র বেশি গির্জা রয়েছে । সেখানে গির্জাগুলি খোলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে বিশপ হাউস । বিশপ হাউসের সেই নির্দেশিকা মেনে চলতে হচ্ছে গির্জাগুলিকে । আর্চ বিশপ থমাস প্রতিটি গির্জার জন্য যে গাইডলাইন তৈরি করেছেন সেখানে বলা হয়েছে, প্রার্থনার সময় 10 জনের বেশি একসঙ্গে প্রার্থনা কক্ষে থাকতে পারবেন না । থার্মাল গান দিয়ে মাপা হবে দেহের তাপমাত্রা । হাত স্যানিটাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক । মাস্ক সকলকেই পরতে হবে । গির্জায় উপাসনা চলাকালীন বজায় রেখতে হবে সামাজিক দূরত্ব । 10 বছরের নিচে ও 60 বছরের উপর বয়স্কদের না আসতে আবেদন করা হয়েছে । সেই সঙ্গে এখন থেকে জুতো খুলে প্রবেশ করতে হবে চার্চে ।