পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Odisha Train Accident on Leaf Art: করমণ্ডলের করুণ কাহিনী গাছের পাতায় ফুটিয়ে তুললেন কলকাতার ঋকদীপ - ঋকদীপ পাল

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার করুণ কাহিনী গাছের পাতায় ফুটিয়ে তুললেন কলকাতার আহিরীটোলার বাসিন্দা ঋকদীপ পাল ৷ অসাধারণ দক্ষতায় এর আগেও তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি তুলে ধরেছেন পাতার উপর ৷

Odisha Train Accident on Leaf Art
Odisha Train Accident on Leaf Art

By

Published : Jun 6, 2023, 6:15 PM IST

গাছের পাতায় করমণ্ডলের করুণ কাহিনী

কলকাতা, 6 জুন:কথায় বলে, "তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায় ৷" লাইনটার অর্থ অন্যরকম হলেও এখান থেকে যদি দুটো পাতা সরিয়ে কলকাতার আহিরীটোলার এক যুবকের হাতে দেওয়া যায়, তাহলে তিনি ওই পাতার মধ্যেই ফুটিয়ে তুলবেন গোটা পৃথিবী । অনবদ্য প্রতিভায় পাতার উপর কারুকাজ করে নানা ছবি ফুটিয়ে তোলেন ঋকদীপ পাল । আর এ বার তাঁর শিল্প তিনি উৎসর্গ করেছেন ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশে ৷ দুর্ঘটনার ভয়াবহতা এবং যাত্রীদের আর্তনাদ গাছের পাতায় মূর্ত করে তুলেছেন ঋকদীপ ৷

তাঁর সেই পাতার শিল্পে দেখা যাচ্ছে, তালগোল পাকিয়ে থাকা তিনটে ট্রেনের দুমরানো মুচরানো কামরা ৷ আর তার নীচে বেশ কয়েকটা হাত ৷ সবাই যেন বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করছে ৷ এ সবেরই মাঝে একটি মোমবাতি জ্বলছে । ঋকদীপের ভাবনায় মানুষের জীবনের মতোই সেই মোমবাতির আভা চারিদিক আলোকিত করে রেখেছে ৷ তবে তার কোনও নিশ্চয়তা নেই । সেই আলো নিভে গেলেই যেন সব শেষ ৷

শুধু এই ট্রেন দুর্ঘটনা নয়, বিভিন্ন মানুষকেও তাঁর শিল্পকর্মের মাধ্যমে সম্মান জানিয়েছেন ঋকদীপ ৷ সব শিল্পেরই তো একটা শুরু থাকে ৷ ঋকের ক্ষেত্রে তা শুরু হয়েছিল ছোটবেলা থেকে । পাড়ার মাস্টারমশাইয়ের কাছে আঁকা শেখা দিয়েই হাতেখড়ি । তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা কিছুদিন পরে বন্ধ হয়ে যায় । তারপর কেটে গিয়েছে অনেক গুলো বছর ৷ কলকাতার সিটি কলেজ থেকে ইংরেজি বিভাগের স্নাতক হন তিনি । পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে ৷

তারপর 2020 সালে করোনার সৌজন্যে সব বন্ধ । লকডাউনে সবাই ঘরবন্দি । সেই সময় থেকেই পাতার উপরে বিভিন্ন কারুকাজ করার ভাবনা আসে ঋকের মাথায় । তিনি জানান, "থিয়েটারে এটা শেখানো হয় যে, অপ্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে কীভাবে সেট তৈরি করতে হয় । তাই লকডাউনে যখন বাড়িতে বসেছিলাম, তখন এই ভাবনাটাই মাথায় আসে । বিভিন্ন গাছের পাতা জোগাড় করতাম ঘুরে ঘুরে । তার মধ্যেই প্রথম এঁকেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি । সোশাল মিডিয়ায় সেই ছবির কদর করেছিল অনেকে । তাতে আরও উৎসাহ পাই ।"

আরও পড়ুন:আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278

একটি কাগজের উপর বিষয়বস্তুটি প্রথমে এঁকে নেন ৷ এরপর সেটিকে অভিনব ব্লেডের মাধ্যমে পাতার মধ্যে কেটে কেটে সেই আঁকাকে ফুটিয়ে তোলেন তিনি । প্রথমে বাবা মানতে না চাইলেও আজ ছেলের সাফল্যে তিনিও খুশি ৷ আর বরাবর ঋকদীপের অনুপ্রেরণা তাঁর মা স্বপ্না পাল ৷ তিনি জানান, "ছোট থেকেই ওর এ সবের প্রতি ঝোঁক ছিল । এখন আমি ওর জন্য গর্ব বোধ করি ৷"

সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং, সত্যজিৎ রায়, মৃণাল সেন, লতা মঙ্গেশকর-সহ আরও বিভিন্ন মানুষের ছবি পাতার উপর তুলে ধরেছেন ঋকদীপ ৷ মুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে উপহার দিয়েছেন নিজের হাতের কাজ ৷ ইতিমধ্যেই 17টি লিফ আর্ট করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন উত্তর কলকাতার মধ্যবিত্ত ঘরের এই ছেলে । ঋকদীপের কথায়, "আমার এই কাজের জন্য বাবা, মা এবং আমার স্কুল ও থিয়েটারের স্যারদের অবদান অপরিসীম ।"

ABOUT THE AUTHOR

...view details