পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Book Fair : 28 ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা - 28 ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা

2020 সালের পর এবছর ফের হচ্ছে বইমেলা ৷ তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে 31 জানুয়ারির পরিবর্তে বইমেলা শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি (Kolkata Book Fair to start on 28th february) ৷

Kolkata Book Fair to start on 28th february
Kolkata Book Fair to start on 28th february

By

Published : Jan 17, 2022, 8:16 PM IST

Updated : Jan 17, 2022, 10:12 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : কোভিড আবহে এবারও কলকাতা বইমেলা হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ গতবছরের শেষ থেকে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছিল তাতে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বইপ্রেমীরা ৷ অবশেষ দূর হল সেই সংশয় ৷ 2020 সালের পর এবছর ফের হচ্ছে বইমেলা ৷

তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে 31 জানুয়ারির পরিবর্তে বইমেলা শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি (Kolkata Book Fair to start on 28th february) ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে গিল্ড ৷ দেরিতে হলেও বইমেলা হচ্ছে এটা জেনেই খুশি কলকাতাবাসী ৷

28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 45তম বইমেলা । এই পরিবর্তিত তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে বলে জানিয়েছেন গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় । চলতি বছরে 31 জানুয়ারি ফের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করা হলেও তা কোভিড পরিস্থিতিতে তা সম্ভব নয় । প্রকাশক মহলের একাংশ পূর্বনির্ধারিত তারিখে বইমেলা করার ব্যাপারে সংশয়ে ছিলেন । তাছাড়া কোভিড আবহে প্রকাশকদের প্রস্তুতিতে ধাক্কা খাওয়ার শঙ্কা ছিল । তাছাড়া ছাপাখানার কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন বই প্রকাশন ধাক্কা খাচ্ছিল ।

আরও পড়ুন : Malda Book Fair postponed : করোনাবিধির কোপে মালদা বইমেলা, ব্যাপক ক্ষতির মুখে প্রকাশনা সংস্থাগুলি

এসবের পাশাপাশি 31 জানুয়ারি বইমেলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে সংশয় ছিল ৷ কারণ 12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের নির্বাচন । তার আগে মুখ্যমন্ত্রী বিধাননগরের সেন্ট্রাল পার্কে আয়োজিত বইমেলার উদ্বোধন করলে তা নির্বাচন বিধিতে আটকাতে পারে ৷ ফলে সামগ্রিক পরিস্থিতি বিচার করে কলকাতা আর্ন্তজাতিক বইমেলা পিছিয়ে দিয়ে 28 ফেব্রুয়ারি করার কথা ঘোষণা করা হল । যা স্বস্তি নিয়ে এসেছে প্রকাশক মহল ৷ এবং আনন্দ বয়ে নিয়ে এসেছে বইপ্রেমীদের মধ্যে ।

Last Updated : Jan 17, 2022, 10:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details