পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Book Fair 2023: প্রথম সপ্তাহেই 16 লক্ষ মানুষ এসেছেন কলকাতা বইমেলায়

গত 30 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন ৷ মেলা শেষ হবে আগামী 12 ফেব্রুয়ারি ৷ অর্ধেক সময়ের মধ্যেই 16 লক্ষ বইপ্রেমী মেলায় হাজির হয়েছিলেন ৷

Kolkata Book Fair 2023
Kolkata Book Fair 2023

By

Published : Feb 6, 2023, 7:22 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2023) অর্ধেক পথ পেরিয়েছে । মেলা শেষ হতে এখনও বাকি এক সপ্তাহ ৷ তার আগেই বইমেলায় উপস্থিত হয়েছেন প্রায় 16 লক্ষ বইপ্রেমী ৷ সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Publishers and Book Sellers Guild) পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷ তারা জানিয়েছে, রোজই বইপ্রেমীদের ভিড়ে লাইন দেখা যাচ্ছে 1 থেকে 9 নম্বর গেট পর্যন্ত । 31 জানুয়ারি থেকে আমজনতার প্রবেশ নির্ধারিত করা হয়েছিল ৷ তবে 30 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর থেকেই মানুষ ভিড় দেখা যাচ্ছে বইমেলায় । সপ্তাহের শেষে সেই ভিড় আরও বেড়েছে ।

তবে এত মানুষের সমাগম হলেও বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে বইপ্রেমীদের ৷ তার মধ্যে প্রথম হল নেটজনিত সমস্যা । কোনোভাবেই মোবাইলে ইন্টারনেটের (Mobile Internet) নেটওয়ার্ক মিলছে বলেই আপশোস ক্রেতাদের । যার ফলে অনেক সময় কেনাবেচার পরেও টাকা দিতে দিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা । শুধু তাই নয় ফোনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷ বিষয়টি জানে গিল্ড কর্তৃপক্ষও ৷ এই নিয়ে তারা জানিয়েছে, সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা হয়েছে । বেশি করে টাওয়ার বসানোর কথা থাকলেও তারা সেটা করেনি । ফলে এখন আবার তাতে জোর দেওয়া হচ্ছে ।

বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাংবাদিক বৈঠক

এর পাশাপাশি আরও একটা বড় সমস্যা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে । সেন্ট্রাল পার্কের সমস্ত জায়গায় দেওয়া হয়েছে বইয়ের স্টল । 900টি স্টল এবছর দেওয়া হয়েছে ৷ যা রেকর্ড বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে । পাশাপাশি রয়েছে খাবারের স্টলও । এর জেরে সমস্যায় পড়তে হয়েছে বয়স্ক মানুষদের । কারণ, বসার জায়গার খুবই অভাব । মূলত, বসার জন্য ব্যবহার হয় মাঠের পার্শ্ববর্তী জায়গা । তবে সেখানে লাইন দিয়ে বসেছে হার-দুল-ছবি বিক্রির স্টল । ফলে সেখানে বসা সম্ভব নয় । এই বিষয় গিল্ডের বক্তব্য, যে সমস্ত বিক্রেতা ওখানে বসেছেন, তাঁদের বারবার ওঠার জন্য অনুরোধ করা হয়েছে । কিন্তু তা সত্ত্বেও তাঁরা শোনেননি । বিষয়টি খতিয়ে দেখছে বইমেলা কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:বইমেলায় পরিকাঠামো অভাবের অভিযোগ, গিল্ডের অফিসে প্রতিবাদ বিশেষভাবে সক্ষমদের

ABOUT THE AUTHOR

...view details