পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোমানীয় গ‍্যাং ATM-তথ্য বিক্রি করেছে ডার্ক ওয়েবে ? - রোমানীয় গ‍্যাং ATM তথ্য বিকিয়েছে ডার্ক ওয়েবে ?

রোমানীয় গ‍্যাংয়ের পান্ডা সিলভিউ এই ওয়েব ব্যবহারে রীতিমতো চোস্ত । ডার্ক ওয়েব ব্যবহার করে সে কিনেছে বিটকয়েন । সেভাবেই সে নিজের দেশে পাঠিয়েছে টাকা ।

atm
atm

By

Published : Dec 13, 2019, 4:55 AM IST

কলকাতা, ১৩ ডিসেম্বর : সাধারণ মানুষের জন্য বিপদ সংকেত । শুধু ATM স্কিমিং করে টাকা তুলে নেওয়াই নয় রোমানীয় গ‍্যাংয়ের কিংপিন সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে পাওয়া গেছে আরও অনেক তথ্য । সেই তথ্য চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের । সিলভিউ নাকি ডার্ক ওয়েবে ইতিমধ্যেই বিক্রি করেছে বহু ভারতীয়র ATM কার্ডের গোপন তথ্য । যে কোনও সময় পরপর তুলে নেওয়া হতে পারে টাকা । লালবাজারের আশঙ্কা অনেকটা সেরকমই ।

  • কী এই ডার্ক ওয়েব?

এক কথায় বললে ইন্টারনেটের অন্ধকার দুনিয়া । যে দুনিয়া সাদা চোখে দেখা যায় না । মূলত 'টোর ব্রাউজারের' মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের এক বিশেষ ব্যবস্থা । এই ব্রাউজ়ার ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস (IP) সেভ করে রাখে না। একবার এই ব্রাউজ়ার থেকে বেরিয়ে গেলে ব্যবহারকারীর পরিচয় বের করা প্রায় অসম্ভব । ডার্ক ওয়েবের শেষ কথা গোপনীয়তা । আর তাই জঙ্গি তথ্য আদান প্রদান থেকে শুরু করে মাদক পাচার , সবই হয় ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবের মাধ্যমে বেআইনিভাবে বহু জিনিসপত্র বিক্রি হয় । আর এটাকেই হাতিয়ার করছে সাইবার প্রতারণার কুচক্রীরা । রোমানীয় গ‍্যাংয়ের পান্ডা সিলভিউ এই ওয়েব ব্যবহারে রীতিমতো চোস্ত । ডার্ক ওয়েব ব্যবহার করে সে কিনেছে বিটকয়েন । সেভাবেই সে নিজের দেশে পাঠিয়েছে টাকা ।

  • এর থেকে বাঁচার উপায় কি?

কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, " আগেই বলেছিলাম দ্রুত পাল্টে নিতে হবে ATM-র পিন । আগে যে ATM কার্ডগুলির স্কিমিং করা হয়েছিল, সেগুলির পিন পাল্টে নেওয়া হলে সমস্যা থাকবে না । তা না করলে বাড়তে পারে বিপদ।"

দেখুন ভিডিয়ো...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details