এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা পৌরনিগমের নির্বাচন? - এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা পৌরনিগমে নির্বাচন
এখনও পর্যন্ত সরকারিভাবে নবান্নে তরফে কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনকে । তবে, সূত্রের খবর বলছে আগামী মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন ।
কলকাতা, 14 মার্চ : সব কিছু ঠিক থাকলে, এপ্রিলের তৃতীয় সপ্তাহেই হতে চলেছে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন । নবান্নের তরফে নির্বাচন কমিশনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বলছে নববর্ষের পর কলকাতা এবং হাওড়ার পৌরনিগমের নির্বাচন । সেক্ষেত্রে রাজ্যের বাকি পৌরসভাগুলিতে এপ্রিল মাসে নির্বাচন হবে না । নির্বাচন হবে মে'র শেষে কিংবা জুনের শুরুতে । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমন খবরই জানা গেছে । আগামী সপ্তাহে প্রকাশ হতে চলেছে নির্বাচন নির্ঘণ্ট । ভোট হতে চলা রাজ্যের সব পৌরসভার ক্ষেত্রে নির্ঘণ্ট প্রকাশ না হলেও, কলকাতা এবং হাওড়ার নোটিফিকেশন জারি হবে আগামী সপ্তাহেই ।
এখনও পর্যন্ত সরকারিভাবে নবান্নে তরফে কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনকে । নিয়ম বলছে, পৌর ভোটের দিনক্ষণের বিষয়ে সুপারিশ করার দায়িত্ব রাজ্য সরকারের । সে বিষয়ে কমিশনের তরফে চিঠি গেছে রাজ্যের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরে । পৌরভোটের বিষয় সবুজ সংকেত দিয়েছে নবান্ন । সেই সূত্রেই জোর কদমে চলছে কাজ । রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের ব্যস্ততাও তুঙ্গে । কমিশন সূত্রে খবর, তারা যে ইঙ্গিত পেয়েছে তাতে সরকারিভাবে বহুপ্রতিক্ষিত চিঠি চলে আসবে আগামী সপ্তাহে । আর তারপরই জারি হয়ে যাবে নোটিফিকেশন ।
92 টি পৌরসভা এবং পৌরনিগমের আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে জানুয়ারি মাসে । আগেই 17 টি পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যেকোনও দিন ভোট শুরু হতে পারে । এদিকে 27 মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । 30 শে মার্চ শেষ হবে CBSC- র পরীক্ষা । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । নিয়ম অনুযায়ী, অন্ততপক্ষে 15 দিন প্রচারের সময় দিতে হয় রাজনৈতিক দলগুলিকে । সে ক্ষেত্রে 14 এপ্রিলের আগে ভোট হওয়া সম্ভব নয় । আবার 23 এপ্রিলের পর শুরু হয়ে যাচ্ছে রমজান মাস । লোকসভা ভোটের সময় রমজান মাস নিয়ে আপত্তি তুলেছিল বেশ কিছু সংগঠন । সেই সময় ভোট করার পক্ষপাতি নয় তৃণমূল । এটাই 23 এপ্রিলের আগে কলকাতা এবং হাওড়া পৌর নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা । এই দুই পৌরসভা বাদ দিয়ে বাকি গুলিতে রমজান মাস শেষ হলে অর্থাৎ ইদের পরেই ভোট হবে বলে ইঙ্গিত কমিশন সূত্রে ।
এদিকে 2014 সালে কলকাতা পৌরসভার নির্বাচনের 15 দিন পরে অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল । ব্যতিক্রম হিসেবে এবার কলকাতার সঙ্গেই হতে পারে হাওড়ার পৌর ভোট । সিউড়ি এবং বোলপুরের পৌর ভোটের ক্ষেত্রেও জটিলতা রয়েছে । সেখানকার নিয়ম অনুযায়ী কাজকর্ম এখনও পর্যন্ত শেষ করা যায়নি । ফলে ওই দুই পৌরসভার ভোট মে মাসের শেষে করা যাবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি । নবান্নের একটি সূত্র জানাচ্ছে, ব্যারাকপুর কর্পোরেশন তৈরির সূত্র ধরে সেখানকার 8 পৌরসভায় ভোট এখনই নাও হতে পারে । সে ক্ষেত্রে 102 পৌরসভাতে ভোট হতে পারে ঈদের পরে ।