পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে কলকাতা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা, যাত্রীদের বিক্ষোভ

ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় পরিষেবা । এর জেরে বিক্ষোভ দেখান যাত্রীরা ।

প্রতীকী ছবি

By

Published : Jun 13, 2019, 3:53 PM IST

Updated : Jun 13, 2019, 4:22 PM IST

দমদম, 13 জুন : ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে ব্যাহত হল বিমান পরিষেবা । বুধবার রাতে প্রায় আধঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা । এর জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় । একটি বিমান সংস্থার বোর্ডিং কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, টিকিটের টাকা ফেরত দিতে হবে । যাত্রীদের অভিযোগ, কী কারণে বোর্ডিং পাস দিতে বিলম্ব হচ্ছে তা জানায়নি বিমান সংস্থার কর্মীরা ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় "বাযু"-র প্রভাবে গতরাতে বন্ধ রাখা হয় গুজরাতগামী উড়ান । আজ সকালেও বন্ধ ছিল আহমেদাবাদগামী বিমান । এছাড়া গতরাতে কলকাতা বিমানবন্দরে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে 9টা 50 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল । আর তার প্রভাব পড়ে অন্যান্য বিমানের সময়সূচিতে । এর ফলে দশটি বিমান দেরিতে ওঠা-নামা করে । আর এর জেরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তবে বিমান সংস্থার দাবি, পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হওয়ায় টাকা ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি ।

Last Updated : Jun 13, 2019, 4:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details