কলকাতা, 20 জুলাই : কথা ছিল একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের । সেই মতো নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডে । অভিযোগ, সেখানে তাঁকে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় । পরে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে উদ্ধার করা হয় ওই মডেলকে । দেশে ফিরেই এবিষয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে হেনস্থা কলকাতার মডেলকে - kolkata
প্রোমোশনাল শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে মডেলকে হেনস্থার অভিযোগ ৷ পরে PMO- র সহায়তায় দেশে ফেরেন তিনি ৷
রিমা(নাম পরিবর্তিত) । পেশায় উঠতি মডেল । গতমাসে তিনি একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের অফার পান । ওই এজেন্সি জানায়, শুটিং হবে থাইল্যান্ডের কয়েকটি লোকেশনে । সবদিক খতিয়ে দেখে রাজি হন রিমা । 13 জুলাই থাইল্যান্ডে যান তিনি । অভিযোগ, তারপরই বেরিয়ে পড়ে আসল রূপ । শুরু হয় হেনস্থা । প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । এমনকি তাঁকে আটকে রেখে বাড়িতে ফোন করে দু'লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয় । এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন রিমার পরিবারের সদস্যরা ।
পরে PMO-র হস্তক্ষেপে ওই যুবতিকে উদ্ধার করে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস । গতকাল কলকাতায় ফেরেন রিমা । রাতেই ওই ট্র্যাভেল এজেন্সির কর্তা এক প্রবাসী ভারতীয় এবং 2 মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বেনিয়াপুকুর থানায় । অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি দিল্লি ও আরেকজনের বাড়ি কলকাতায় ।