পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Green Firecrackers: সবুজ বাজি পুড়িয়ে সবুজ আলো দেখছেন ? ভয়নাক বিপদের মুখোমুখি আপনি - Deewali

সবুজ বাজি পরিবেশবান্ধব ৷ আর এই বাজি পোড়ালে সবুজ আলো হওয়ার কথা নয় ৷ যদি এমন সবুজ আলো পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে বাজিতে ক্ষতিকর কোনও রাসায়নিক মেশানো আছে। এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।

ETV Bharat
সবুজ বাজিতে হবে না সবুজ আলো

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:43 AM IST

Updated : Nov 9, 2023, 9:41 AM IST

কলকাতা, 9 নভেম্বর: দেশজুড়ে নিষিদ্ধ সাধারণ আতশবাজি ৷ একমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজিই পোড়ানোর অনুমতি রয়েছে ৷ আর এখানেই অনেকের প্রশ্ন, সবুজ বাজি পোড়ালে কোন রঙ দেখা যাবে ? তা নিয়ে অনেকের মনেই সংশয় আছে। সবুজ বাজি থেকে সেই একই রংয়ের আলো বেরতে পারে মনে হলেও তা হওয়ার কথা নয়। বিশেষজ্ঞদের মতে, লাল-হলুদ-সাদা-কমলা রংয়ের আলো পেলেও এই বাজি থেকে সবুজ আলো মিলবে না ৷ কারণটা কিন্তু চমকে দেওয়ার মতো ৷

বাজি বাজার থেকে আতশবাজি কেনার সময় সেটা সবুজ বাজি কি না, তা দেখে নিতে হচ্ছে ৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিউআর কোড স্ক্যান করেই হচ্ছে কেনাকাটা ৷ কিন্তু এই বাজি পোড়ালে সবুজ আলো উৎপন্ন হবে কি ? না, তেমনটা হওয়ার কথা নয় ৷ তাই সবুজ আলো হবে, এমন বাজি মোটের উপর পাওয়া যাচ্ছে না ৷ কোথাও কোথাও অবশ্য এমন বাজির দেখাও মিলছে ৷ তবে সেটা স্বস্তির চেয়ে অনেক বেশি অস্বস্তির কারণ।

সবুজ বাজি কেনার আগে তাতে কী উপকরণ রয়েছে তা ভালো করে দেখে নিতে হবে ৷ কারণ সবুজ আলো তৈরি করতে বেরিয়ামের মতো রাসায়নিক মেশানো হয় ৷ আর বেরিয়াম মনো ক্লোরাইড লবণ বা বেরিয়াম নাইট্রেট বা বেরিয়াম ক্লোরেট- এই রাসায়নিক পদার্থগুলি মানুষের দেহের ভয়ঙ্কর ক্ষতি করে ৷ অতএব পরিবেশকর্মীরা বলছেন, সবুজ বাজি কিনুন। কিন্ত সবুজ বাজি থেকে দূরে থাকুন।

পরিবেশবান্ধব বাজির কিউআর কোড আসল হলে সেই বাজি প্রস্তুতকারক সংস্থা সবুজ আলোর কোনও আতশবাজি তৈরি করবে না ৷ বাজির বাক্সে 'বেরিয়াম বর্জিত' শব্দটি লেখা থাকবে ৷ পরিবেশ বিজ্ঞানী সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "বেরিয়ামের মতো রাসায়নিকগুলি রঙিন আলোয় তৈরি করতে বাজিতে ব্যবহৃত হয় ৷ বিশেষত সবুজ আলো তৈরি করতেই হয় এর ব্যবহার ৷ সাদা আলোর জন্য লাগে আলোমিনিয়াম চূর্ণ। লাল আলোর জন্য লাগে লোহা চুর ৷ এই সমস্ত রাসায়নিক শীরের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে ৷ ফলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েই এই বেরিয়াম বাজিতে ব্যবহার নিষিদ্ধ করেছে ৷"

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের রাসায়নিক ব্যবহারের ফলে শ্বাসযন্ত্রে জ্বালা থেকে শুরু করে ত্বকে অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং এমনকী ক্যান্সারের মতো মারণ রোগ পর্যন্ত হতে পারে ৷" ফলে পরিবেশবান্ধব বাজি, যাকে সবুজ বাজি বলা হয়, সেই সবুজ বাজিতে সবুজ আলোই নিষিদ্ধ ৷ পাশাপাশি, সবুজ বাজি হলেও শিশুদের এই বাজি থেকে দূরে রাখা ও সাইলেন্স জোনগুলিতে বাজি না-ফাটানোর কথা মাথায় রাখতে আবেদন করছেন পরিবেশবিদরা ৷

আরও পড়ুন: গ্রামে দীপাবলি উদযাপনে প্রশাসনিক নিষেধাজ্ঞা, শিশুরা বাজি পোড়ানোর বায়না করলে পাঠানো হয় মামাবাড়ি

Last Updated : Nov 9, 2023, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details