কলকাতা, 27 অক্টোবর:ভাইফোঁটার বাজারে মাছ, মাংসের চাহিদা বেশি থাকলেও দামে বিশেষ বদল হয়নি। একই রয়েছে মাংসের দাম। কয়েকটি মাছের দামে সামান্য হেরফের হয়েছে। তবে, বেশ কয়েকটি সবজির দাম কমেছে (Market Price in Kolkata)।
কাঁচা সবজি
• জ্যোতি আলু: ২৮ টাকা কিলো
• চন্দ্রমুখি আলু: ৪০ টাকা কিলো
• আদা: প্রতি কিলো ১০০ টাকা
• রসুন: প্রতি কিলো ৯০ টাকা
• পেঁয়াজ: প্রতি কিলো ২৪ টাকা
• পেঁয়াজ কালী: ১২০ টাকা কিলো
• উচ্ছে: প্রতি কিলো ৫০ টাকা
• কলা: প্রতি পিস ৭- ৮ টাকা
• বেগুন: ৬০ টাকা কিলো
• পটল: প্রতি কিলো ৪০ টাকা
• মাচা পটল: ৬০ টাকা
• পাকা পটল: ১০০ টাকা কিলো
• কুঁদরি: প্রতি কিলো ৩৫ টাকা
• গাঁটি কচু: প্ৰতি কিলো ৫০ টাকা
• লালবিট: ৩০ টাকা কিলো
• কাঁকরোল: প্রতি কিলো ৫০ টাকা
• ঝিঙ্গা: প্রতি কিলো ৬০ টাকা
• ঢ্যাঁড়শ: প্রতি কিলো ৫০ টাকা
• কুমড়ো: প্রতি কিলো ৪০ টাকা
• লাউ: প্রতি পিস ৩০ টাকা
• টমেটো: প্রতি কিলো ৮০ টাকা
• পেঁপে: প্রতি কিলো ১৫ টাকা
• চিচিঙ্গা: প্রতি কিলো ৪০ টাকা
• ওল: প্রতি কিলো ৪০ টাকা
• শসা: প্রতি কিলো ৭০ টাকা
• বাঁধাকপি: প্রতি কিলো ৪০ টাকা
• ফুলকপি: প্রতি কিলো ৩০ টাকা
• বরবটি: প্রতি কিলো ৬০ টাকা
• শিম: প্রতি কিলো ১০০ টাকা
• বিন: প্রতি কিলো ১০০ টাকা
• গাজর: প্রতি কিলো ৯০ টাকা
• মুলো: প্রতি কিলো ৩০ টাকা
• ক্যাপসিকাম: প্রতি কিলো ১৭০ টাকা
• সজনে ডাটা: প্রতি কিলো ১০০ টাকা
• কাঁচা লংকা: প্রতি কিলো ১০০ টাকা
• পাতি লেবু: ৩-৫ টাকা পিস
• নোটে শাক: ৫ আঁটি
• কলমি শাক: ৫ আঁটি
• কুলেখাঁড়া: ৫ আঁটি
• পুঁই শাক: ৮-১২ টাকা কিলো
• পালং শাক: ৫০ টাকা কিলো
• মূল: ৪০ টাকা কিলো
আরও পড়ুন:মেঘমুক্ত আকাশে বঙ্গে হেমন্তের সূচনা বঙ্গে
Kolkata Market Price: কী বলছে ভাইফোঁটার বাজারদর ? জেনে নিন একনজরে - know the market prices of kolkata in bhaiphonta
কাল রাত থেকে শুরু হলেও বেশিরভাগ বাড়িতেই ভাইফোঁটা আজ ৷ সকাল থেকেই সব দিদি ও বোনেরা ব্যস্ত ভাই বা দাদার জন্য মেনুতে আজ স্পেশাল কী থাকবে তা ঠিক করতে ৷ বাজার যাওয়ার আগে এক ঝলক চোখ বুলিয়ে নিন আজকের বাজারদরে (Market Price in Bhaiphonta)৷
মাছ
• রুই: ১৮০-২৫০ টাকা কিলো
• কাতলা: ৩০০-৪৫০ টাকা কিলো
• ভেটকি: ৩৫০-৪৪০ টাকা কিলো
• ইলিশ: ৫০০-১৩০০ টাকা কিলো
• তেলাপিয়া: ১০০-১৫০ টাকা কিলো
• বাটা: ১২০-১৫০ টাকা কিলো
• ভোলা: ১২০-২০০ টাকা কিলো
• ট্যাংরা: ৩৫০-৪২০ টাকা কিলো
• মৌরালা: ২২০-২৮০ টাকা কিলো
• পাবদা: ৩৮০-৭২০ টাকা কিলো
• পমফ্রেট: ৩৭০-৬০০ টাকা কিলো
• পার্শে: ৩৫০-৪০০ টাকা কিলো
• গলদা চিংড়ি: ৬০০-৭৫০ টাকা কিলো
• বাগদা চিংড়ি: ২২০-৪০০ টাকা কিলো
ডিম
• পোল্ট্রি: ১২ টাকা জোড়া
• দেশি মুরগি: ১৭-১৮ টাকা জোড়া
• হাঁস:১৮-২০ টাকা জোড়া
মাংস
• পোল্ট্রি: কাটা ২০০ টাকা কিলো
• পোল্ট্রি: গোটা ১৪০ টাকা কিলো
• ব্রয়লার: কাটা ১৬০ টাকা কিলো
• ব্রয়লার: গোটা ১৬০ টাকা কিলো
• ছাগল: ৭৮০ টাকা কিলো