কলকাতা, 29 সেপ্টেম্বর:'হার্ট অ্যাটাক' এই শব্দটি শুনলেই চমকে ওঠে সকলে । চিকিৎসা বিজ্ঞানের এর যথাযথ চিকিৎসা থাকলেও বহু মানুষের আজও মৃত্যু হয় এই দু’টো শব্দেই । তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এর ধরনে এসেছে বদল । চিকিৎসকদের মতে, কোভিডের আগে 40 বছর পেরনোর পর থেকেই সাধারণত মানুষের হৃদরোগের সমস্যা দেখা যেত । অনেকেরই এখন এই সমস্যা শুরু হচ্ছে 20-25 বছর থেকেই । কিন্তু এই সমস্যা কেন ? তার কোনও কারণ রয়েছে ?
অতিমারির কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে শরীরের বিভিন্ন অংশে । বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে কোভিডের গ্রাস থেকে বেরিয়ে আসার পরও প্রতি পাঁচজনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন হার্টের সমস্যায় । যার জন্য তৈরি হয়েছে ভয় । এই বিষয়ে কার্ডিয়োলজিস্ট চিকিৎসক বিনায়ক দেব বলেন, ‘‘কোভিডের পর দেখা যাচ্ছে যারা কোনও নেশা করত না, খুব নিয়ম মেনে জীবনযাত্রা করতেন, তাঁদের মধ্যেও প্রেসার, সুগার, কোলেস্টেরলের মতো সমস্যা দেখা গিয়েছে । মূলত কোলেস্টেরল থেকে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হত । কিন্তু এখন কোলেস্টেরল না-থাকলেও রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয় ।"
তবে কেন এই সমস্যা দেখা যাচ্ছে ? সে বিষয়ে অন্যতম কার্ডিয়োলজিস্ট চিকিৎসক নীলরতন নাইয়া জানান, কোভিডের সময়কালে বেশ সমস্যা তৈরি হয়েছে । যার কারণেই দেখা যাচ্ছে কার্ডিওমায়োপ্যাথি ।