কলকাতা, 19 অক্টোবর: কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (KMRCL), কলকাতা পৌরনিগম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল বউবাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল বুধবার । মঙ্গলবারের মতো এদিনও পুরো এলাকা ঘুরে দেখেন তাঁরা ৷
পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভেতরে ঢুকে ফাটলের ব্যপ্তি ঠিক কতটা গভীর তাও পরিদর্শন করে বিশেষজ্ঞ দল । এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকার বলয়ের মধ্যে অবস্থিত আরও যে বাড়ি রয়েছে, যেগুলোতে এখনও কোনও সমস্যা দেখা দেয়নি সেই বাড়িগুলিও ইঞ্জিনিয়াররা খতিতে দেখেন । কারণ কেএমআরসিএলের পক্ষ থেকে আগেই যেমনটা জানানো হয়েছিল যে পরবর্তীতে কাজ করার সময় আবার যদি কোনও বিপত্তি ঘটে তাহলে মানুষজনকে কার্যত যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই প্রয়োজনে কিছু বাড়ি খালি করে তবেই এগিয়ে নিয়ে যাওয়া হবে কাজ । সেই মতো বেশ কিছু বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা হয়েছে তবে আরও বাড়ি খালি করার প্রয়োজন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন :বউবাজারের নতুন করে বিপত্তি, এখনও ঘরে ফেরার দিন গুনছেন 2019 সালের ক্ষতিগ্রস্তরা
অন্যদিকে, সুড়ঙ্গের ভেতরে আপাতত জল ঢোকা আটকানো গিয়েছে । মাটির ভেতরে সিমেন্ট ও বিশেষ রসায়ন চালান করে চলছে গ্রিটিংয়ের কাজ । পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে মাটি শক্ত করার কাজও চলছে । বউবাজারের বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই নিয়ে বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করছে কেএমআরসিএল এবং আইটিডি সিমেন্টেশনের আধিকারিকরা ।