পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bowbazar Metro Crisis: ক্রসপ্যাসেজের কাজ এগোতে দিল্লি ও ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ারদের সাহায্য নেবে কেএমআরসিএল - KMRCL will take the help of engineers

বউবাজারে মেট্রো বিপর্যয়ে দু'দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল কেএমআরসিএল-সহ কলকাতা পৌরনিগম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল(Bowbazar Metro Crisis)৷ এবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেঙ্গালুরু ও নয়াদিল্লি থেকে বিশেষজ্ঞদের একটি দলকে নিয়ে আসা হবে ।

Etv Bharat
ক্রসপ্যাসেজের কাজ এগোতে দিল্লি ও ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ারদের সাহায্য নেবে কেএমআরসিএল

By

Published : Oct 19, 2022, 10:10 PM IST

কলকাতা, 19 অক্টোবর: কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (KMRCL), কলকাতা পৌরনিগম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল বউবাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল বুধবার । মঙ্গলবারের মতো এদিনও পুরো এলাকা ঘুরে দেখেন তাঁরা ৷

পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভেতরে ঢুকে ফাটলের ব্যপ্তি ঠিক কতটা গভীর তাও পরিদর্শন করে বিশেষজ্ঞ দল । এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকার বলয়ের মধ্যে অবস্থিত আরও যে বাড়ি রয়েছে, যেগুলোতে এখনও কোনও সমস্যা দেখা দেয়নি সেই বাড়িগুলিও ইঞ্জিনিয়াররা খতিতে দেখেন । কারণ কেএমআরসিএলের পক্ষ থেকে আগেই যেমনটা জানানো হয়েছিল যে পরবর্তীতে কাজ করার সময় আবার যদি কোনও বিপত্তি ঘটে তাহলে মানুষজনকে কার্যত যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই প্রয়োজনে কিছু বাড়ি খালি করে তবেই এগিয়ে নিয়ে যাওয়া হবে কাজ । সেই মতো বেশ কিছু বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা হয়েছে তবে আরও বাড়ি খালি করার প্রয়োজন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন :বউবাজারের নতুন করে বিপত্তি, এখনও ঘরে ফেরার দিন গুনছেন 2019 সালের ক্ষতিগ্রস্তরা

অন্যদিকে, সুড়ঙ্গের ভেতরে আপাতত জল ঢোকা আটকানো গিয়েছে । মাটির ভেতরে সিমেন্ট ও বিশেষ রসায়ন চালান করে চলছে গ্রিটিংয়ের কাজ । পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে মাটি শক্ত করার কাজও চলছে । বউবাজারের বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই নিয়ে বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করছে কেএমআরসিএল এবং আইটিডি সিমেন্টেশনের আধিকারিকরা ।

তবে আপাতত সুড়ঙ্গের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত শেষ করে এবং মাটির উপরের পরীক্ষা নিরীক্ষা শেষ করে ফের নিশ্চিত হতে এবার দিল্লি ও বেঙ্গালুরুর বিশেষজ্ঞ দলের উপরেই আস্থা রাখছে মেট্রো কর্তৃপক্ষ ।কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে, এবার বেঙ্গালুরু ও নয়াদিল্লি থেকে বিশেষজ্ঞদের একটি দলকে নিয়ে আসা হবে(KMRCL Will Take the Help of Engineers from Delhi and Bangalore for Work of Crosspassage)।

আগামী সপ্তাহেই বিশেষজ্ঞ দল এসে পৌঁছবে শহরে । মাটি পরীক্ষা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত এলাকার মাটির উপরের বাড়িগুলির বর্তমান পরিস্থিতি-সহ আবার কাজ শুরু করলে আর কোনওরকম বিপত্তি হওয়ার আশঙ্কা আছে কি না, সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল । তারপরেই স্থির করা যাবে কবে থেকে আবার ক্রসপ্যাসেজের কাজ শুরু করা যেতে পরে । শিয়ালদা এবং এসপ্ল্যানেড মিলিয়ে আটটি ক্রসপ্যাসেজ রয়েছে যার মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে ৷ চতুর্থটি করার সময় এই বিপত্তির সৃষ্টি হয় । তাই বেঙ্গালুরু এবং দিল্লি থেকে যেই বিশেষজ্ঞ দল নিয়ে আসা হচ্ছে তাঁরা ক্রসপ্যাসেজ তৈরির ক্ষেত্রে বিশেষভাবে অভিজ্ঞ । বেঙ্গালুরু ও দিল্লির মেট্রো তৈরির অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যাবে ।

আরও পড়ুন :বউবাজারে ফের বিপর্যয়, সাফাই দিল কেএমআরসিএল

ABOUT THE AUTHOR

...view details