কলকাতা, 31 অক্টোবর:বউবাজার বিপর্যয়ে (Bowbazar Metro Disaster) ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম পর্যায়ে 23টি বাড়ি তৈরি করে দেবে কলকাতা মেট্রো রেল নিগম (Kolkata Metro Rail Corporation) বা কেএমআরসিএল (KMRCL) ৷ ইতিমধ্যেই এই মর্মে দরপত্র আহ্বান করা হয়েছে ৷ এর জন্য 19 কোটি 80 লক্ষ টাকা খরচ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro Rail Service) নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে নবান্নকে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে ৷
উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ চলাকালীন বৌবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে দফায় দফায় ফাটল দেখা দেয় ৷ বেশ কিছু বাড়ির একাংশ ভেঙে পর্যন্ত পড়ে ৷ ক্ষতিগ্রস্তরা অনেকেই এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি ৷ এ নিয়ে জনমানসে ক্ষোভ রয়েছে ৷ মেট্রো রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দিতে পারলে তবেই সেই ক্ষোভ সামাল দেওয়া যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
আরও পড়ুন:ফের ভাঙা হতে পারে বাড়ি, চিন্তায় দুর্গাপিতুরির বাসিন্দারা
2019 সালের 31 অগস্ট প্রথমবার বিপর্যয় ঘটে দুর্গাপিতুরি লেনে ৷ পরে চলতি বছরের 11 মে এবং ১৪ অক্টোবর ফের বৌবাজারে বিপত্তি ঘটে ৷ সর্বসাকুল্যে 70টিরও বেশি বাড়িতে ফাটল রয়েছে ৷ তারই মধ্যে 23টি বাড়ি চিহ্নিত করে নতুন করে সেগুলি তৈরির কাজ শুরু করছে কেএমআরসিএল ৷ তারা চাইছে, 2025 সালের মধ্যেই দুর্গাপিতুরি লেনের গৃহহীন বাসিন্দাদের তাঁদের বাড়ি ফিরিয়ে দিতে ৷ এক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষ যে পরিকল্পনা নিয়েছে, তাতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে বাড়ি তৈরির কাজ শুরু করে দেওয়া হবে ৷
নবান্ন সূত্রে পাওয়া খবর অনুসারে, প্রথম পর্যায়ে 2019 সালে দুর্গাপিতুরি লেনে মোট 16টি বাড়ি ভেঙে পড়ে ৷ এছাড়াও ওই এলাকায় বেশ কিছু বাড়ি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ এর মধ্যে সাতটি এমন বাড়ি রয়েছে, যেগুলি আর মেরামত করা সম্ভব নয় ৷ তাই সেগুলি পুরোপুরি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷ সামগ্রিকভাবে এই কাজ শেষ করতে 2025 সালকে লক্ষ্যমাত্রা স্থির করেছে কেএমআরসিএল।