পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

RG কর হাসপাতালের সামনে যানজট এড়াতে সেতু তৈরির সিদ্ধান্ত KMDA-র - a new flyover in kolkata to ease congestion

R G কর হাসপাতালের সামনের রাস্তা যানজট মুক্ত রাখতে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত KMDA-র ।

ছবিটি প্রতীকী

By

Published : Aug 10, 2019, 8:46 PM IST

কলকাতা, 10 অগাস্ট : শহরে আরও একটি সেতু তৈরির সিদ্ধান্ত নিল KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । R G কর রোডের সার্কুলার ক্যানালের উপর তৈরি করা হবে সেতুটি । যানজট কমাতেই এই সেতু তৈরির উদ্যোগ । KMDA-র তরফে ডাকা হচ্ছে টেন্ডারও ।

ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্বল সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সংস্কারের জন্যই কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতুগুলি । তবে সংস্কারের পাশাপাশি এবার নতুন সেতু তৈরিরও উদ্যোগ নিল KMDA । কলকাতায় তৈরি হতে চলেছে নতুন সেতু । RG কর হাসপাতালের সামনে যান চলাচল যাতে ব্যাহত না হয় তাই এই সেতু তৈরির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ।

দিনের পর দিন এই এলাকায় বিশেষ করে হাসপাতালের সামনে বেড়ে চলেছে ভিড় ও যান চলাচল । অ্যাম্বুলেন্স থেকে গাড়ি অধিকাংশ সময়ই আটকে যায় যানজটে । হাসপাতালের সামনের রাস্তা ভিড়মুক্ত রাখতে R G কর রোডের সার্কুলার ক্যানালের উপরে সেতুটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একদিকে ক্যানাল ওয়েস্ট রোড ও অন্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এটি । যার জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে টেন্ডার ডাকা শুরু করেছে KMDA । ‌আপাতত সেতুটি তৈরির টপোগ্রাফিক সার্ভে ও সেই সঙ্গে ওই এলাকার সঙ্গে সাজুয্য রেখে সেতুর নকশা সহ মানচিত্র কেমন হবে, সেই সব তথ্যই দরপত্রে জানাতে হবে KMDA-কে । সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হবে সেতু তৈরির কাজ ।

:

ABOUT THE AUTHOR

...view details